NYC Sightseeing Pass
Logo
logo

বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত রেলসেতু, ট্রেন চলাচল বন্ধ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২৩ এএম

>
বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত রেলসেতু, ট্রেন চলাচল বন্ধ

গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। 

শুক্রবার (১৭ জুন) রাতভর টানা বর্ষণের ফলে বন্যার পানির স্রোতে নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের বারহাট্টা উপজেলার ইসলামপুর এলাকায় রেল সেতুটির দুপাশের মাটি সরে গেছে। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় মোহনগঞ্জে আটকা পড়েছে হাওর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি। 

শনিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে বারহাট্টা রেল স্টেশন মাস্টার গোলাম রব্বানীর সাথে কথা হলে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় নেত্রকোনার সাথে ঢাকা-ময়মসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা-ময়নসিংহগামী যাত্রীরা।