NYC Sightseeing Pass
Logo
logo

ময়মনসিংহে স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:১৮ এএম

>
ময়মনসিংহে স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ময়মনসিংহে স্ত্রীকে হত‍্যার দায়ে হাবিবুর রহমান বুসা (৫৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এই দণ্ডাদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফখরুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জের ধরে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলার ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা নামাপাড়া গ্রামে স্ত্রী স্বপ্না বেগমকে ঘুমের মধ‍্যে উপর্যুপরি আঘাত করে হাবিবুর রহমান বুসা। এতে ঘটনাস্থলেই মারা যান তার স্ত্রী। 

এ ঘটনার এক দিন পর ত্রিশাল থানায় হাবিবুর রহমান বুসাকে আসামি করে একটি হত‍্যা মামলা দায়ের করেন ছেলে রুবেল মিয়া। 

ওই মামলায় র্দীঘ তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে ১০ বছর পর আসামির উপস্থিতিতেই মৃত্যুদণ্ডের এই রায় ঘোষণা করেন বিচারক।