NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১০, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ভারত-পাকিস্তান সংঘাতে ৩ রুটে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের ভারতে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’ এর ওয়েবসাইট বন্ধ রাতে রিশাদ-নাহিদ রানার সঙ্গে দুবাই যাবেন দুই বাংলাদেশি সাংবাদিকও নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপনে আহবায়ক কমিটি গঠন নিষিদ্ধ হচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ ১০১ কোটি টাকা আর্থিক সহায়তা করেছে জুলাই ফাউন্ডেশন ভারত-পাকিস্তান ইস্যুতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পোস্ট ধ্বংসের দাবি পাকিস্তানের প্রিমিয়ার লিগে ব্যর্থ ম্যানইউ-টটেনহ্যামই ইউরোপা লিগের ফাইনালে
Logo
logo

রোহিত শেঠির ‘লেডি সিংহাম’ দীপিকা


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৫ এএম

>
রোহিত শেঠির ‘লেডি সিংহাম’ দীপিকা

এই ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে রোহিত শেঠির ছবি ‘সার্কাস’। সেই ছবির ট্রেলারে একটি গানে প্রথম দেখা মেলে দীপিকা পাড়ুকোনের। এর আগেও চেন্নাই এক্সপ্রেস ছবিতে একসঙ্গে কাজ করেছেন দীপিকা ও রোহিত। তবে এরই মাঝে বড় ঘোষণা করলেন পরিচালক রোহিত শেঠি। সিংহাম সিরিজের তৃতীয় ছবি ‘সিংহাম এগেইন’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে দীপিকাকে। ছবিতে তিনি হতে চলেছেন লেডি সিংহাম।

রোহিত শেঠি বলেন, ‘সার্কাসের পরেই শুরু হবে সিংহাম ইউনিভার্সের আগামী ছবির কাজ। সেই ছবিতে লেডি সিংহাম হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। সিংহাম এগেইনে তিনিই হচ্ছেন আমার লেডি পুলিশ অফিসার। আগামী বছরই ফের একসঙ্গে কাজ করব আমরা।’

সম্প্রতি ‘কারেন্ট লাগা রে’ গানের লঞ্চে এসে এই ঘোষণা করেন রোহিত শেঠি। সার্কাসের এই গানে অতিথি হিসেবে হাজির থাকছেন অভিনেত্রী। এর আগে রোহিতের চেন্নাই এক্সপ্রেস ছবিতে মিনাম্মা চরিত্রে নজর কেড়েছিলেন দীপিকা। ‘সিংহাম এগেইন’-এ দীপিকার সঙ্গে দেখা যাবে অজয় দেবগনকে। এই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তারা।

‘সার্কাস’ ছবিতে রণবীর ও দীপিকার গান ‘কারেন্ট লাগা রে’তে নজর কেড়েছে তাদের রসায়ন। এই প্রসঙ্গে রণবীর বলেন, ‘আমরা সেটে একসঙ্গে আসতাম। যখন আমরা একসঙ্গে থাকি তখন খুবই মজা হয়। আমার মনে হয় সেই মুহূর্তটা এনজয় করা উচিত যখন আমরা আমাদের পছন্দের সহ-অভিনেতার সঙ্গে থাকি, যাকে আমরা বিশ্বাস করতে পারি কারণ বিষয়টাই যৌথ। এটা দেওয়া নেওয়ার সম্পর্ক। বিশ্বাসই দুই অভিনেতার রসায়নের ভিত্তি।’

পাশাপাশি রণবীর বলেন যে, ‘দীপিকার চরিত্রটির জন্যই আমি চেন্নাই এক্সপ্রেস হলে গিয়ে দেখেছি তিনবার। ওর কালারফুল ও ভাইব্রেন্ট স্বভাব আমার খুবই পছন্দ। এমনকি ওই ছবিতে ওর কমিক ক্যারেক্টারও আমার খুবই ভালো লেগেছে। কৌতুক করা সবচেয়ে কঠিনতম একটি কাজ। আমি অনেক কমিক চরিত্র করতে চাই। এই মুহূর্তে একমাত্র একজনই আছেন যিনি কমেডি ভালো বানাতে পারেন, তিনি হলেন রোহিত শেঠি।’