NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১০, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ভারত-পাকিস্তান সংঘাতে ৩ রুটে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের ভারতে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’ এর ওয়েবসাইট বন্ধ রাতে রিশাদ-নাহিদ রানার সঙ্গে দুবাই যাবেন দুই বাংলাদেশি সাংবাদিকও নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপনে আহবায়ক কমিটি গঠন নিষিদ্ধ হচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ ১০১ কোটি টাকা আর্থিক সহায়তা করেছে জুলাই ফাউন্ডেশন ভারত-পাকিস্তান ইস্যুতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পোস্ট ধ্বংসের দাবি পাকিস্তানের প্রিমিয়ার লিগে ব্যর্থ ম্যানইউ-টটেনহ্যামই ইউরোপা লিগের ফাইনালে
Logo
logo

গুজব প্রসঙ্গে মুখ খুললেন নওয়াজউদ্দিন


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৩ পিএম

>
গুজব প্রসঙ্গে মুখ খুললেন নওয়াজউদ্দিন

‘সেক্রেড গেমস’-এ গণেশ গাইতোন্ডের চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন সেসময়। বলা হয়ে থাকে তার হাত ধরেই ভারতে জনপ্রিয়তা পায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। অথচ সেই তিনিই নাকি ক্রেতা সংকটে ভুগছেন। ব্যাপারটি কানে গেলে নিজেও বেশ অবাক হন শক্তিমান বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।

অনলাইন প্ল্যাটফর্মে এখন সব অকেজো প্রোডাক্টগুলোই আসে— এমন অভিযোগে কিছুদিন আগে ওটিটিতে কাজের ব্যাপারে নিজের অনাগ্রহের কথা জানান নওয়াজ। এমন খবরের মধ্যে বাজারে চাউর হয় অভিনেতার নতুন আটটি ছবি কিনতে কোনো ওটিটি প্ল্যাটফর্মই আগ্রহী নয়। এমনকি প্রেক্ষাগৃহে মুক্তির ব্যাপারেও কেউ রাজি হচ্ছে না।

এ বিষয়ে অভিনেতার কাছে জানতে চাওয়া হলে, শুনে খানিকটা নিজেও অবাক হয়ে যান নওয়াজ। অভিনেতা বলেন, “আমার ছবি এখনও প্রস্তুতই হয়নি। জানি না এসব কথা কীভাবে ছড়াচ্ছে। যদি ছবির কথা বলি— বর্তমানে ‘হাড্ডি’ ছবির শুটিং চলছে, তার আগে আমরা ‘আফওয়াহ’ ছবির শুটিং শেষ করেছি, সেটার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এই কাজে কমপক্ষে এক বছর সময় লাগে এবং তাড়াহুড়ো করলেও কমপক্ষে ছয়-সাত মাস সময় লাগবে।”

নওয়াজউদ্দিন আরও বলেন, “জোগিরা সা রা রা রা’ সহ আমার সব ছবির ডাবিংয়ের কাজ এখনও বাকি। ‘টিকু ওয়েডস শেরু’ একটি প্রধান ওটিটি প্ল্যাটফর্মে আসবে, কিন্তু কবে আসবে জানিনা। আমার কোন ছবিকে ওটিটি থেকে মানা করা হচ্ছে? এই খবর কোথা থেকে এলো জানি না।”

গুজবের বিষয়ে নওয়াজের সোজাসাপ্টা জবাব, ‘আমাকে টেনে নামিয়ে কী হবে? আমি এমন একজন মানুষ যে নিজের বাড়ি বিক্রি করে হলেও সিনেমা বানাব। আমাকে নীচু দেখিয়ে ওরা কিছু করতে পারবে না।’