NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

নাইজেরিয়ায় মসজিদে হামলা, অপহৃত ১৩


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ০৭:০৪ এএম

নাইজেরিয়ায় মসজিদে হামলা, অপহৃত ১৩

আর্ন্তজাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মসজিদে হামলা চালিয়ে ১৯ জন মুসল্লিকে অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা। পুলিশ জানিয়েছে, অপহৃত ১৯ জনের মধ্যে ছয় জনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র গাম্বো ঈসা জানিয়েছেন, কাতসিনা রাজ্যের মাইগামজি গ্রামের একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার মাগরিবের নামাজের সময় ইমাম ও মুসল্লিদের ওপর গুলি চালিয়ে অপহরণ করা‌ হয়।

 

 

তিনি আরো বলেছেন, আমাদের কর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলাকারীদের পিছু নেয়। অপহরণকারীদের হাত থেকে ছয়জন মুসল্লীকে উদ্ধার করা হয়েছে। অপহৃত বাকি ১৩ জনকে মুক্ত করার চেষ্টা চলছে।  

তিনি আরো বলেছেন, গুলির ঘটনায় দুজন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিসা দেওয়া হচ্ছে।  

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে অপরাধী চক্র ব্যাপক তৎপর। স্থানীয়দের কাছে দস্যু হিসেবে পরিচিত অপরাধীরা গ্রামে হামলা চালিয়ে গবাদিপশু নিয়ে যায়, মুক্তিপণ আদায়ের জন্য লোকজনকে অপহরণ করে এবং লুট করে বাড়িঘর পুড়িয়ে ফেলে।

এএফপি জানিয়েছে, অপরাধীদের মুক্তিপণ দিলে অপহৃতরা ছাড়া পায়। অপরাধ চক্রটি রুগু নামক একটি বনে আস্তানা গেড়েছে।

গত মাসে দস্যুদের বেশ কয়েকটি হামলায় ১৫ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আরো অনেকে আহত হয়েছে। সহিংসতা বন্ধের ব্যাপারে ব্যাপক চাপে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।
সূত্র: এএফপি