NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ ১০১ কোটি টাকা আর্থিক সহায়তা করেছে জুলাই ফাউন্ডেশন ভারত-পাকিস্তান ইস্যুতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পোস্ট ধ্বংসের দাবি পাকিস্তানের প্রিমিয়ার লিগে ব্যর্থ ম্যানইউ-টটেনহ্যামই ইউরোপা লিগের ফাইনালে গডজিলার আদলে নাগজিলা, কে হবেন ভয়ঙ্কর ভিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে
Logo
logo

বলিউড আমাকে সঠিক মূল্যায়ন করেনি: ম্রুণাল ঠাকুর


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৮ এএম

>
বলিউড আমাকে সঠিক মূল্যায়ন করেনি: ম্রুণাল ঠাকুর

তেলেগু সিনেমা ‘সীতা রামম’ ছবিতে অভিনয় করে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন ম্রুণাল ঠাকুর। দক্ষিণের এই ছবি বলিউডেও দারুণ ব্যবসা করে। সিনেমাটিতে অভিনয়ের পর ম্রুণালের কদর বেড়ে যায় বহুগুণে। পরিচালক-প্রযোজকদের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় অভিনেত্রীর দরজায়।

সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, বলিউড নাকি তাকে সঠিক মূল্যায়নই করেনি। অবশ্য কথাটি তার নিজের নয়। নির্মাতাদের তরফ থেকে এমন কথা শুনেছেন ‘সুপার ৩০’ নায়িকা।  

চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে তার সাম্প্রতিক কথোপকথনের উদ্ধৃতি দিয়ে ম্রুণাল জানান, তারা আমাকে বলেছিল যে তারা আমার কাজের প্রতি অনুরাগী। এবং এই সত্যের জন্য ক্ষমা চেয়েছিল যে হিন্দি সিনেমা আমাকে আমার প্রতিভা প্রদর্শনের জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম দেয়নি।

বলিউডের চলচ্চিত্র নির্মাতারা তার সম্ভাবনাকে অবমূল্যায়ন করার জন্য অনুতপ্ত বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘তারা বুঝতে পেরেছেন যে আমি চ্যালেঞ্জিং চরিত্রগুলোও সমান দক্ষতায় করতে সক্ষম।’

‘সীতা রামম’ ছবির ব্যাপক সাফল্যের পর অনেক ছবির প্রস্তাব আসছে এই নায়িকার কাছে। তবে এখন যেনতেন চরিত্রে অভিনয় করতে নারাজ ম্রুণাল। তার কথায়, ‘সীতার মতো গল্পনির্ভর চরিত্রে অভিনয় করতে চাই। চিত্রনাট্য এলে তাড়াহুড়া করি না। আমি নিজেকে একবারে একদিন নিতে বলি। শুধুমাত্র গল্পটি আমার পছন্দ হলেই যে চরিত্রটি করব ব্যাপারটি তা নয়। বরং এটি কীভাবে লেখা হয়েছে তার ওপর নির্ভর করে।’

বর্তমান ভারি ভিএফক্সের জমানায় এমন একটি ক্লাসিক প্রেমের গল্প পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন ম্রুণাল। অ্যাকশন, কমেডি এবং ড্রামা ধাঁচের সিনেমার ভিড়ে ‘সীতা রামম’কে বিশুদ্ধ বাতাস মানছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ম্রুণাল ঠাকুরের হাতে আছে ভিন্ন স্বাদের অনেকগুলো সিনেমা। আগামী দিনে তাকে ‘পিপ্পা’, ‘পূজা মেরি জান’, ‘আঁখ মিচোলি’, ‘গুমরাহ’র মতো গল্পনির্ভর ছবিতে দেখা যাবে।