NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ ১০১ কোটি টাকা আর্থিক সহায়তা করেছে জুলাই ফাউন্ডেশন ভারত-পাকিস্তান ইস্যুতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পোস্ট ধ্বংসের দাবি পাকিস্তানের প্রিমিয়ার লিগে ব্যর্থ ম্যানইউ-টটেনহ্যামই ইউরোপা লিগের ফাইনালে গডজিলার আদলে নাগজিলা, কে হবেন ভয়ঙ্কর ভিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে
Logo
logo

হৃত্বিকের সামনেই প্রাক্তন প্রেমিককে আলিঙ্গন সাবার


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ১০:০৬ এএম

>
হৃত্বিকের সামনেই প্রাক্তন প্রেমিককে আলিঙ্গন সাবার

সাবাকে ঘিরে হৃত্বিকের জীবনের নতুন মোড়। প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন তারা। কিন্তু এ বার এক এমন ঘটনা ঘটল যাতে নজর কেড়েছে অনেকেরই। হৃত্বিকের সামনেই প্রাক্তন প্রেমিক ইমাদ শাহকে আলিঙ্গন করেছেন সাবা।

দীর্ঘ ৭ বছর একত্রবাস করেছেন সাবা ও তার প্রাক্তন প্রেমিক ইমাদ শাহ। তিনি নাসিরুদ্দিন শাহের ছেলে। ২০২০ সালে সম্পর্ক ভেঙে যায় তাদের। 

তার বছর পার হতেই হৃত্বিক রোশনের সঙ্গে সম্পর্কে জড়ান সাবা। সম্প্রতি এক রেস্তরাঁয় নৈশভোজে যান হৃত্বিক-সাবা। সেখান থেকে পরস্পরের হাত হাত রেখেই বেরোচ্ছিলেন, সেই সময়ই প্রাক্তনের মুখোমুখি সাবা। তৎক্ষণাৎ ইমাদকে জড়িয়ে সৌজন্য বিনিময় করেন সাবা। প্রেমিকার দেখানো পথে হেঁটে ইমাদের সঙ্গে কুশল বিনিময় করেন হৃতিকও। তারপর তড়িঘড়ি উঠে যান গাড়িতে।

চলতি বছরের শুরু থেকেই হৃত্বিক ও সাবাকে একসঙ্গে দেখা যাচ্ছে। তাদের মধ্যে যে নতুন প্রেম শুরু হয়েছে, তা ইতোমধ্যেই টের পেয়েছে বি টাউন। 

স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর হৃত্বিকের জীবনে মনের মানুষ হিসাবে সাবা যে জায়গা করে নিয়েছেন, তা চলতি বছরের শুরুতেই বুঝতে পারেন নায়কের ভক্তরা। তারপর যত দিন গড়িয়েছে, তাদের কাছাকাছি আসার অনেক মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে।