NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

ঢাবির সাবেক শিক্ষকের গাড়িচাপায় নারীর মৃত্যু


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ০১:০৮ পিএম

ঢাবির সাবেক শিক্ষকের গাড়িচাপায় নারীর মৃত্যু

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকের গাড়িচাপায় রুবিনা আক্তার নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম আজহার জাফর শাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

 

২০১৮ সালে বিদেশে ছুটি নিয়ে পুনরায় কাজে যোগদানসংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে চাকরিচ্যুত করে।

 

নিহত রুবিনা আক্তার ফার্মগেটের তেজকুনিপাড়া এলাকায় থাকতেন। শুক্রবার বিকেলে তিনি তাঁর দেবরের সঙ্গে মোটরবাইকে করে হাজারীবাগ তাঁর ভাইয়ের বাসার উদ্দেশে রওনা হন। পথে শাহবাগ মোড় পার হলে ওই শিক্ষকের প্রাইভেট কার তাদের মোটরবাইককে ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে পড়ে যান। ওই অবস্থায় গাড়িটি টিএসসি মোড় হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত চলে যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাইভেট কারটিকে ধাওয়া করে নীলক্ষেত মোড়ে এসে আটক করেন এবং চালককে গণপিটুনি দেন। এরপর রুবিনা ও জাফর শাহকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মেডিক্যালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু হয়।  

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীকে আহত অবস্থায় জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।