NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

মাঝ আকাশে বিমানের দুয়ার খুলতে গেলেন এক নারী!


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৪৮ এএম

মাঝ আকাশে বিমানের দুয়ার খুলতে গেলেন এক নারী!

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে একটি ফ্লাইট জরুরি অবতরণ করার পর এক নারীকে আটক করা হয়েছে। কারণ তিনি ৩৭ হাজার ফুট ওপরে বিমানের দরজা খোলার চেষ্টা করেছিলেন এবং তাকে বাধা দেওয়ায় এক যাত্রীর ঊরুতে কামড় দিয়েছেন। শনিবার সাউথওয়েস্ট এয়ারলাইনসের ফ্লাইট ১৯২-এ ঘটনাটি ঘটে। ফ্লাইটটি টেক্সাসের হিউস্টন থেকে ওহাইওর কলম্বাসে যাচ্ছিল।

 

 

যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলের জেলা আদালত প্রকাশিত নথির বরাত দিয়ে ক্লিকটুহিউস্টন এক প্রতিবেদনে জানিয়েছে, ৩৪ বছর বয়সী এলম আগবেগনেউ মাঝ আকাশে বলেছেন, ‘যিশু তাকে বিমানের দরজা খুলতে বলেছেন। ’

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিমানবালারা আগবেগনেউকে জরুরি নির্গমনে পৌঁছতে বাধা দিলে তিনি হতাশ হয়ে পড়েন এবং এক পর্যায়ে তিনি বিমানের দরজা খোলার চেষ্টা করেন। এ সময় একজন হতবাক যাত্রী তাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু তিনি ওই যাত্রীর ঊরুতে কামড় দেন। পরে ওই যাত্রী আঙুল ব্যবহার করে ঊরুতে আগবেগনেউর কামড় থেকে ছাড়া পান।

আদালতের নথি অনুসারে, ওই নারী বিমানের পেছনে গিয়েছিলেন এবং বের হয়ে যাওয়ার দরজার দিকে ‘তাকিয়েছিলেন’। একজন বিমানবালা শীঘ্রই সেখানে পৌঁছে তাকে হয় শৌচাগার ব্যবহার করতে বা বসতে বলেন।

অন্য একজন বিমানবালা জানিয়েছেন, আগবেগনেউ ওই সময় জিজ্ঞেস করেছিলেন যে তিনি জানালার বাইরে তাকাতে পারেন কি না। এরপর বিমানবালারা অস্বীকৃতি জানালে তিনি জোর করে তাদের পাশ কাটিয়ে চলে যান এবং বের হওয়ার দরজার হাতল টানতে শুরু করেন।

ওই ফ্লাইটের একজন যাত্রী জানান, তিনি একজনকে বলতে শুনেছেন, ‘তিনি দরজা খুলতে চাইছে। ’ তখন তিনি সাহায্য করতে বিমানের পেছনে যান। নথি অনুসারে, তখনই আগবেগনেউ তাকে কামড় দেন।

আদালতের নথিতে আরো উল্লেখ করা হয়েছে, এরপর ওই নারী বিমানের মেঝেতে তার মাথা আঘাত করতে শুরু করেন এবং বলেন, ‘যিশু তাকে ওহাইওর উদ্দেশে উড়তে বলেছিলেন এবং যিশু তাকে বিমানের দরজা খুলতে বলেছিলেন। ’

ফ্লাইটে গোলযোগের কারণে শেষ পর্যন্ত পাইলট লিটল রকের বিল এবং হিলারি ক্লিনটন জাতীয় বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হন। অবতরণের পর কামড়ের শিকার যাত্রীকে চিকিৎসা দেওয়া হয় এবং আগবেগনেউকে কর্মকর্তারা আটক করে সরিয়ে নেন।

ওই নারী পরে পুলিশকে বলেছেন, তিনি তার স্বামীকে না জানিয়ে বাড়ি ছেড়েছেন এবং মেরিল্যান্ডে পারিবারিক বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন বলে ভেবেছিলেন।

প্রতিবেদন অনুসারে, ওই নারী আরো দাবি করেন, তিনি অনেক দিন বিমানে চড়েন না। তিনি খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এবং সাধারণত এ ধরনের কাজ করেন না।

সূত্র : এনডিটিভি