NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

বিয়ানীবাজার কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৯ এএম

বিয়ানীবাজার কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

ঢাকা: সিলেটের বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত ১ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৬টার পর ওই কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা হয়। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান গতকাল মঙ্গলবার কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর বিয়ানীবাজারের এই কূপে খনন শুরু করে বাপেক্স।

 

 

মিজানুর রহমান বলেন, ‘সোমবার সন্ধ্যা ৬টা থেকে আমরা দৈনিক আট মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করেছি। এই কূপে উৎপাদন প্রায় ছয় বছর বন্ধ ছিল। এখন আবার উৎপাদন শুরু করেছি। ১ নম্বর কূপ থেকে প্রতিদিন পাওয়া যাচ্ছে আট মিলিয়ন, ২ নম্বর কূপ থেকে পাওয়া যাচ্ছে সাত মিলিয়ন ঘনফুট। দুই কূপ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দিতে সক্ষম হয়েছি। ’

তিনি বলেন, ‘২০২৫ সাল নাগাদ ৪৬টি কূপ খনন করে ৬১৮ মিলিয়ন গ্যাস বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ’ তিনি আরো বলেন, ‘বিয়ানীবাজারে বেশ কয়েক জায়গায় নতুন গ্যাস অনুসন্ধানের কাজ চলছে। যেখান থেকে আমরা নতুন কূপ খনন করব। ’

সিলেট গ্যাস ফিল্ড সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ থেকে ১৯৯১ সালে গ্যাস তোলা শুরু হয়। ২০১৪ সালে তা বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে আবার উত্তোলন শুরু হলেও ওই বছরের শেষ দিকে আবার বন্ধ হয়ে যায়। ২০১৭ সালের শুরু থেকে এই কূপ পরিত্যক্ত অবস্থায় ছিল। এরপর বাপেক্স ওই কূপে অনুসন্ধান কাজ চালিয়ে ফের গ্যাসের মজুদ পায়। এর পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর ওই কূপে নতুন করে পুনর্খননকাজ শুরু হয়।