NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ ১০১ কোটি টাকা আর্থিক সহায়তা করেছে জুলাই ফাউন্ডেশন ভারত-পাকিস্তান ইস্যুতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পোস্ট ধ্বংসের দাবি পাকিস্তানের প্রিমিয়ার লিগে ব্যর্থ ম্যানইউ-টটেনহ্যামই ইউরোপা লিগের ফাইনালে গডজিলার আদলে নাগজিলা, কে হবেন ভয়ঙ্কর ভিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে
Logo
logo

শাকিব ইস্যুতে যেকোনো মুহূর্তে বুবলীর সংবাদ সম্মেলন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১১:৪২ পিএম

>
শাকিব ইস্যুতে যেকোনো মুহূর্তে বুবলীর সংবাদ সম্মেলন

একদিকে শাকিব খান, অন্যদিকে অপু বিশ্বাস-একসঙ্গে দুই দিক থেকেই অশান্তির তীর ছুঁড়ে আসছে বুবলীর দিকে। গত দুই-তিন দিন ধরে নায়িকার সঙ্গে অপু বিশ্বাসের ভার্চ্যুয়াল লড়াই চলছে। ‘যার দেওয়া নাকফুল’কে ঘিরে অপু-বুবলীর এই ঝগড়া সেই শাকিব খান জানিয়েছেন, তিনি বুবলীকে কোনো নাকফুল দেননি। অপু-বুবলীর কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন ঢালিউড কিং।

শাকিবের এমন প্রতিক্রিযার জবাবে বৃহস্পতিবার মুখ খুলেছেন বুবলী। গণমাধ্যমকে বীরের মা বললেন, ‘প্রায় সাত বছর ধরে ওর সঙ্গে সম্পর্ক। এই সাত বছরে তার সম্মানহানি হয় এমন কোনো কথা কখনো কোথাও বলিনি। তার সম্মান যেনো ঠিক থাকে সর্বদা সেদিকে খেয়াল করে চলেছি। তার অনুমতি নিয়েই অন্য নায়কদের সঙ্গে কাজ করেছি। কিন্তু সে তো একের পর এক মন্তব্য করে আমার সম্মানহনি করছে। আমার ইমেজ নষ্ট করছে।’

তার ভাষ্যে, ‘দুই দিন পর পর আমাকে নিয়ে এভাবে মন্তব্য করা তো মেনে নেওয়া যায় না। আমি তো সব কিছু ঠিক রাখতে কম চেষ্টা করছি না। যখন তার সঙ্গে যোগাযোগ থাকে তখন এক রকম। আবার একটু দূরে এলেই আরেক রকম। কিন্তু আমি তো তার সম্মান হেয় এমন কখনও কিছু বলিনি, করিওনি। তাহলে আমাকে নিয়ে কেনো একের পর এক এভাবে মন্তব্য! তাই ভাবছি  এখন আমার উচিত বিষয়গুলো নিয়ে কথা বলা।  না হলে সবাই আমাকে ভুল বুঝবে।’

শাকিবের এসব বিষয়ে আর চুপ থাকতে চান না এই নায়িকা। একটি গণমাধ্যমকে বললেন, ‘আমি মিডিয়ার সামনে শাকিব খানকে নিয়ে কথা বলতে যাচ্ছি। কেন তিনি আমাদের সম্পর্কের বিষয়টি এত গোপন রেখেছেন তা আমি বুঝতে পারছি না।’

বুবলী আরও যোগ করেন, ‘যখন আমরা বিয়ে করি, সে আমার কাছ থেকে গোপন রেখেছিল। সে আমাকে বিয়ে করেছিল যখন সে তার আগের বিয়ের কথা মিথ্যা বলেছিল। আমি সত্যিই জানি না সে কেন এমন কাজ করছে, বা সে এইভাবে আচরণ করে কাকে খুশি করার চেষ্টা করছে। তাই, আমি এই বিষয়ে আমার অবস্থান সকলের কাছে স্পষ্ট করতে চাই।’