NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ ১০১ কোটি টাকা আর্থিক সহায়তা করেছে জুলাই ফাউন্ডেশন ভারত-পাকিস্তান ইস্যুতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পোস্ট ধ্বংসের দাবি পাকিস্তানের প্রিমিয়ার লিগে ব্যর্থ ম্যানইউ-টটেনহ্যামই ইউরোপা লিগের ফাইনালে গডজিলার আদলে নাগজিলা, কে হবেন ভয়ঙ্কর ভিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে
Logo
logo

জয়ার ছবিতে মন্তব্য করে তোপের মুখে ওমর সানী


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ১০:১৫ এএম

>
জয়ার ছবিতে মন্তব্য করে তোপের মুখে ওমর সানী

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মাঝে মধ্যে নিজের ভালোলাগা মুহূর্তগুলো সামাজিকমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করেন। এই শীতে জয়ার সাম্প্রতিক কিছু ছবি নেটপাড়ায় ব্যাপক উষ্ণতা ছড়াচ্ছিল। সেখানেই খানিকটা উষ্ণতার ছোঁয়া নিতে গিয়েছিলেন ঢালিউড অভিনেতা ওমর সানী। কমেন্টে হাত গরম করতে এসে এখন হাত পোড়ার উপক্রম এই অভিনেতার। নেটিজেনদের তোপের মুখে পড়েছেন সানী।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিম ঘুরছে। যেখানে দেখা যায় জয়া আহসানের ছবিতে ওমর সানী মন্তব্য করেছেন ‘ওয়াও’। অর্থাৎ ওমর সানী জয়া আহসানের ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। আর এতেই আপত্তি নেটিজেনদের।

এর আগে ২০১৯ সালের একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছিলেন, ‘শীত একটি পর্দানশীল ঋতু। নারী পুরুষ সবাইকে পোশাকের অশ্লীলতা থেকে মুক্তি দেয়। এই ক্যাপশনসহ ছবিটির সঙ্গে জয়া আহসানের ছবির মন্তব্য যুক্ত করে মিম বানানো হয়েছে। ছবিটি নেটিজেনরা ব্যাপকভাবে শেয়ার করছেন।’

প্রচুর মন্তব্য ভরে গেছে ফেসবুকে। একজন লিখেছেন, ‘ওমর সানী তো দেখছি ডাবল স্ট্যান্ডার্ড পাবলিক’। একজন লিখেছেন, ‘জয়া আহসানকে এভাবে দেখে আর কমেন্ট করা থেকে হাতকে আটকাতে পারেনি’। আরেকজন প্রশ্ন রেখে বলছেন, ‘কেন ওমর সানীকে এভাবে ঢালাও মন্তব্য করতে হবে’।

একজন তরুণ নারী চলচ্চিত্রকার মিমটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘বেডা মানুষ’!

প্রসঙ্গত, দুই বাংলার দর্শকরা এখন জয়াকে চেনেন ‘ডুব সাঁতার’র রেণুকা, ‘গেরিলা’র বিলকিস বানু কিংবা ‘দেবী’র রানু হিসেবে। আবার কেউ কেউ তাকে ‘রাজকাহিনী’র রুবিনা, ‘কণ্ঠ’র রমিলা বা ‘ক্রিসক্রস’র মিসেস সেন বলেও চিহ্নিত করেন।