NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ ১০১ কোটি টাকা আর্থিক সহায়তা করেছে জুলাই ফাউন্ডেশন ভারত-পাকিস্তান ইস্যুতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পোস্ট ধ্বংসের দাবি পাকিস্তানের প্রিমিয়ার লিগে ব্যর্থ ম্যানইউ-টটেনহ্যামই ইউরোপা লিগের ফাইনালে গডজিলার আদলে নাগজিলা, কে হবেন ভয়ঙ্কর ভিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে
Logo
logo

শুটিংয়ে সত্যি সত্যি চড় খেলেন ফারিয়া


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম

>
শুটিংয়ে সত্যি সত্যি চড় খেলেন ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। ব্যাচেলর পয়েন্টে অভিনয় করে পরিচিতি পেয়েছেন সর্বমহলে। এর জন্য অবশ্য ত্যাগ স্বীকারও করতে হয়েছে এই নায়িকাকে। দর্শকপ্রিয় ধারাবাহিকটির সিজন-৪ এর ৯৯তম এপিসোডে চরিত্রের প্রয়োজনে ফারিয়াকে একাধিকবার সজোরে চড় মারেন অভিনেতা মিশু সাব্বির। ফেসবুকে সেই চড় খাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

ব্যাচেলর পয়েন্টে ফারিয়ার চরিত্রের নাম ‘অন্তরা’ আর মিশু সাব্বির অভিনয় করছেন ‘শুভ’র ভূমিকায়। নাটকটিতে শুভ-অন্তরার রসায়ন দারুণভাবে গ্রহণ করেছেন দর্শক। দিন তিনেক আগে ৯৯তম এপিসোড প্রকাশিত হওয়ার পর অন্তরাকে চড় মারার দৃশ্য নিয়ে আলোচনায় মাতেন তারা।

ফেসবুক পোস্টে ফারিয়া শাহরিন বলেন, ‘অনেকেই প্রশ্ন করছেন, মিশু ভাই আমাকে যে চড়গুলো মেরেছেন, সেগুলো সত্যি কিনা। অবশ্যই সত্যি। এমনকি এই চড়ের সাউন্ডও এডিট করা হয়নি। প্রথম চড়ের পর চোখে অন্ধকার দেখেছিলাম। দ্বিতীয় চড়ের পর মনে হয়েছে, ঘাড় আর কখনো নাড়াতে পারব না। হাতেও অনেক ব্যথা পেয়েছিলাম। ওই ব্যথা অনেকদিন ছিল। পরিচালক অমি ভাইও এমন কিছু একটা চাইছিলেন। দৃশ্য ধারণের সময়ই তিনি বলেছিলেন, চড়ের অংশটা ভাইরাল হবে।’

দর্শকের উদ্দেশে ফারিয়া বলেন, ‘দৃশ্য ধারণের পর এত জোরে চড় মারার কারণে আমি শুভ ভাইয়ের সঙ্গে ঝগড়াও করেছিলাম। তবে এখন আপনাদের ফিডব্যাক দেখে সব ব্যথা ভুলে গেছি। সবকিছুর জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি পরিচালক অমি ভাইকে।’

ফারিয়া শাহরিনের এই ফেসবুক পোস্টে দর্শক কমেন্টে ভরিয়ে তুলেছেন। একজন লিখেছেন, ‘চড় থেকে যদি দারুণ কিছু হয়, তাহলে চড়ই ভালো’। আরেকজনের কমেন্ট— ‘এমন চড় মারার এপিসোড বারবার দেখতে চাই’। ফারিয়াকে উদ্দেশ করে এক দর্শকের কমেন্ট— ‘আপু, ক্যারেক্টার অনুযায়ী চড়টা আপনার প্রাপ্য ছিল!’ আরেকজন লিখেছেন, ‘ফোনের লকটা খুলে দিলে কী হতো?’