NYC Sightseeing Pass
Logo
logo

ফিলিপাইনের বিরোধপূর্ণ দ্বীপে যাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৫, ০৯:৪১ এএম

ফিলিপাইনের বিরোধপূর্ণ দ্বীপে যাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা

আর্ন্তজাতিক ডেস্ক: বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের মালিকানাধীন পালাওয়ান দ্বীপ সফর করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। দ্বীপটি সফরে আগামী মঙ্গলবার যাবেন কমলা।

জ্যেষ্ঠ একজন প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পালাওয়ানের স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সুশীলসমাজের নেতা এবং ফিলিপাইনের উপকূলরক্ষী প্রতিনিধিদের সঙ্গে কমলা দেখা করবেন।

পালাওয়ান দ্বীপের কিছু অংশ এবং দক্ষিণ চীন সাগরের বেশির ভাগ এলাকা নিজেদের বলে দাবি করে চীন।

 

 

প্রশাসনিক কর্মকর্তা আরো বলেন, কমলা হ্যারিসের সফরের মধ্য দিয়ে দক্ষিণ চীন সাগরে নিয়মভিত্তিক আন্তর্জাতিক সামুদ্রিক শৃঙ্খলা বজায় রাখতে ফিলিপাইনের মিত্রদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হবে।  

এই সফরে সামুদ্রিক জীবিকা নির্বাহে সহযোগিতা এবং অবৈধ, অনিয়ন্ত্রিত ও গোপনে মাছ ধরা বন্ধে পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও প্রতিশ্রুতি দিতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

প্রসঙ্গত দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ স্প্রাটলি দ্বীপপুঞ্জ এলাকার কাছে পালাওয়ান দ্বীপের অবস্থান। স্প্রাটলিতে নৌবন্দর ও বিমানবন্দর নির্মাণের জন্য চীন এরই মধ্যে সমুদ্রের তলদেশকে প্রস্তুত করার কাজ করছে।

সূত্র : রয়টার্স।