NYC Sightseeing Pass
Logo
logo

আরিজোনার গভর্নর পদে ট্রাম্পের ঘনিষ্ঠ প্রার্থীর হার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:১৪ পিএম

আরিজোনার গভর্নর পদে ট্রাম্পের ঘনিষ্ঠ প্রার্থীর হার

আর্ন্তজাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের প্রার্থী কেটি হবস রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ক্যারি লেককে আরিজোনার গভর্নর পদের লড়াইয়ে হারিয়ে দিয়েছেন। ক্যারি লেক সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।  

তিনি বলেছিলেন, ২০২০ সালের মার্কিন নির্বাচনে আসলে ট্রাম্পই জিতেছেন, বাইডেন নয়। বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায় দেওয়া বিবৃতিতে কেটি হবস বলেছেন, ‘বিভাজনের এই মুহূর্তে’ও তিনি অঙ্গরাজ্যের সবার জন্য কাজ করবেন।

 

 

মধ্যবর্তী নির্বাচনের ভোট হওয়ার প্রায় এক সপ্তাহ পরেও কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নিয়ন্ত্রণ নিয়ে টানটান প্রতিদ্বন্দ্বিতা চলছে।

প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে রিপাবলিকানদের কমপক্ষে ২১৮টি আসন জিততে হবে। এর সম্ভাবনা একসময় অনেকটাই নিশ্চিত মনে হলেও তা ক্রমেই তীব্রভাবে সংকুচিত হয়ে এসেছে।

সিবিএস নিউজের প্রত্যাশিত ফল অনুসারে, এ পর্যন্ত রিপাবলিকানরা ২১৫টি ও ডেমোক্র্যাটরা ২১১টি আসনে জয়ী হয়েছে।  

অন্যদিকে ডেমোক্র্যাটরা প্রত্যাশার চেয়ে ভালো ফল করে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।  

সূত্র : বিবিসি