NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ ১০১ কোটি টাকা আর্থিক সহায়তা করেছে জুলাই ফাউন্ডেশন ভারত-পাকিস্তান ইস্যুতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পোস্ট ধ্বংসের দাবি পাকিস্তানের প্রিমিয়ার লিগে ব্যর্থ ম্যানইউ-টটেনহ্যামই ইউরোপা লিগের ফাইনালে গডজিলার আদলে নাগজিলা, কে হবেন ভয়ঙ্কর ভিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে
Logo
logo

কাতার বিশ্বকাপের মঞ্চ মাতাবেন ‘বিটিএস’ তারকা জাংকুক


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৪:২৬ এএম

কাতার বিশ্বকাপের মঞ্চ মাতাবেন ‘বিটিএস’ তারকা জাংকুক

বিনোদন ডেস্ক: আসন্ন কাতার বিশ্বকাপের উদ্বোধনীতে অংশগ্রহণ করতে যাচ্ছেন বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক।  আগামী ২০ নভেম্বর কাতারে ‘ফিফা বিশ্বকাপ ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। বিগহিটের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে শনিবার (১২ নভেম্বর) এই ঘোষণা করা হয়েছে। তারা জানিয়েছে যে, জাংকুক ফিফা ওয়ার্ল্ড কাপ সাউন্ডট্র্যাকে অংশগ্রহণ করবেন।

 

 

 

বিটিএসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি টুইট বার্তায় জানানো হয়, “জাংকুক ‘ফিফা বিশ্বকাপ কাতার ২০২২’-এর সাউন্ডট্র্যাকের অংশ হতে যাচ্ছে এবং বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছে। আমাদের সাথেই থাকুন!”

kalerkantho

সামরিক তালিকাভুক্তি ঘোষণার পর বিটিএস ব্যান্ড বন্ধ থাকায় বিটিএসের অনেক ব্যান্ড সদস্য এখন একক অ্যালবাম অনুসরণ করছেন। জে-হোপের একক অ্যালবাম ‘জ্যাক ইন দ্য বক্স’ এবং জিনের ‘কোল্ডপ্লে দ্য অ্যাস্ট্রোনাট’-এর পরে সম্প্রতি আরএম তাঁর প্রথম একক অ্যালবাম ‘ইন্ডিগো’ ঘোষণা করেছেন। কয়েক মাস আগে চার্লি পুথের সঙ্গে তাঁর ‘লেফট এন্ড রাইট’ ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন জাংকুক।

বছরের পর বছর ধরে ফিফা বিশ্বকাপের সাউন্ডট্র্যাকগুলো পপ সংস্কৃতিতে একটি বিশেষ মর্যাদা অর্জন করেছে। কুইনের ‘উই আর দ্য চ্যাম্পিয়নস’ শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ এবং পিটবুলের ‘উই আর ওয়ান’ (ওলে ওলা) হল কিছু ফিফা অফিসিয়াল সং, যা এখনও সারা বিশ্বে তুমুল জনপ্রিয়। আসন্ন কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরা, ডুয়া লিপা, জে বালভিন, ব্ল্যাক আইড পিস ডিপ্লো, কিজ ড্যানিয়েল, ক্যালভিন হ্যারিস, নোরা ফাতেহি এবং ত্রিনিদাদ কার্ডোনার মতো তারকারা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ২০ নভেম্বর পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বৃহৎ আয়োজন ফুটবল বিশ্বকাপের।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস