NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া
Logo
logo

আথিয়ার থেকে চোখ সরছেই না রাহুলের


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৭:১১ পিএম

>
আথিয়ার থেকে চোখ সরছেই না রাহুলের

বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি ও ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের মধ্যকার প্রণয়ের কথা কমবেশি সকলেরই জানা। একাধিকবার শিরোনামে এসেছেন অস্ট্রেলিয়ায় টি-২০ সফরের সময়টাতে। এই যেমন শপিংয়ের ছবি ভাইরাল হয়েছিল দিন কয়েক আগে, তেমনই এখন ছড়াচ্ছে কিছু নতুন ফটো। যাতে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার সঙ্গে লাঞ্চে হাজির তারা। তবে রাহুলের চোখ আটকে আছে প্রেমিকার দিকেই।

ছবিতে দেখা যাচ্ছে রাহুল দ্রাবিড় আর বিরাট কোহলির পাশেই বসেছেন রাহুল আর আথিয়া। আর দুজনেই ব্যস্ত নিজেদের মধ্যে গল্পগুজবে। পাতে ভারতীয় খাবার। যে কটা ছবি ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে তার সবগুলোতেই দেখা যাচ্ছে দুজনের চোখ একে-অপরের দিকেই আটকে আছে। যেন পলকও পড়ছে না! ভক্তরা কমেন্ট সেকশনে এসে লিখল, ‘জোড়ি হো তো অ্যায়সি’।

খাবার টেবিলে আথিয়ার দিকে অপলক দৃষ্টিতে রাহুল
খাবার টেবিলে আথিয়ার দিকে অপলক দৃষ্টিতে রাহুল

বিরাট কোহলির ফ্যানক্লাবের তরফ থেকে ছবিগুলো শেয়ার করা হয়েছে। যদিও এই ভুরিভোজ মোটেও গতকালের নয়। বৃহস্পতিবারের (১০ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হয়েছে ভারতীয় দল। ম্যাচ দেখে হতাশা গ্রাস করেছে বেশিরভাগ ক্রিকেটপ্রমীকেই।

এদিকে খবর বলছে, ২০২৩ সালেই হয়তো সাতপাকে বাঁধা পড়বেন রাহুল আর আথিয়া। বছর কয়েক ধরেই সম্পর্কে আছেন তারা। একসঙ্গে লিভ ইন করছেন বলেও খবর রটেছিল মাঝে। যদিও নায়িকা নিজেই তা নাকচ করে দেন। সুনীল শেঠিকেও প্রায়ই মেয়ের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, ‘যেভাবে বাচ্চারা ঠিক করবে বিয়ে হবে। রাহুলের তো এখন টাইট শিডিউল আছে। যখন বাচ্চারা ব্রেক পাবে, তখন বিয়ে করবে। একদিনে তো আর বিয়ে হবে না!’