NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প পাকিস্তানে ভারতের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ৩৫ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান শাহরুখ-প্রিয়াঙ্কার সেই সিনেমা ও সম্পর্ক আবারও আলোচনায় ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি
Logo
logo

উজবেকিস্তানে জাতীয় সংবিধান দিবস উদযাপন


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৮ এএম

>
উজবেকিস্তানে জাতীয় সংবিধান দিবস উদযাপন

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংবিধান দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) তাসখন্দের বাংলাদেশ দূতাবাসে দিবস‌টি উদযাপন করা হয়।

দিবস‌টি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। এরপর প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তারা জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশগ্রহণ করে বাংলাদেশের সংবিধান প্রণয়নের গৌরবোজ্জ্বল ইতিহাসের উপর আলোকপাত করেন। 

উজবেকিস্তানে নিযুক্ত বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও সংবিধান প্রণয়নে তার অসামান্য অবদানের কথা পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

রাষ্ট্রদূত ব‌লেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ও ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীনতার পর খুব কম সময়ের মধ্যে জনপ্রতিনিধিদের মধ্যে আলোচনা ও তাদের মতামতের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান রচনা করা সম্ভব হয়েছিল।