NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক শেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
Logo
logo

বাহরাইনে বাংলাদেশিদের দ্রুত বৈধ হওয়ার অনুরোধ


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৫, ০৮:১৮ এএম

>
বাহরাইনে বাংলাদেশিদের দ্রুত বৈধ হওয়ার অনুরোধ

বাহরাইনে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের শিগগিরই ভিসা লাগিয়ে বৈধ হওয়ার অনুরোধ জানিয়েছে মানামার বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় দূতাবাস।

দূতাবাসের এক বার্তায় জানানো হয়, দেশটির ঈসা টাউন (জিদ্ আলী) এলাকায় গত ২৯ অক্টোবর ভোর ৪টায় বাংলাদেশি কর্মীদের বসবাসরত ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে একজন বাংলাদেশি কর্মী নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন। ওই ভবনে মোট ৩৯ জন বাংলাদেশি বসবাসরত ছিলেন। তাদের মধ্যে ২১ জনের ভিসা মেয়াদোত্তীর্ণ ছিল।

অগ্নিকাণ্ডের পর প্রায় সব বাংলাদেশি কর্মীরা নিরাপদ স্থানে যেতে সক্ষম হন। কিন্তু তাদের পোশাক, পাসপোর্ট এবং সিপিআরসহ বাসস্থানের অধিকাংশ জিনিস পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত কর্মীদের দূতাবাসের পক্ষ থেকে আর্থিক ও অন্যান্য সহযোগিতা প্রদান করা হয়েছে।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, বৈধ ভিসা না থাকায় অগ্নিকাণ্ডের পর ওই ভবনে বসবাসরত ১৫ জন বাংলাদেশি কর্মীকে বাহরাইন পুলিশ আটক করে। বর্তমানে দূতাবাসের সহযোগিতায় অবৈধ কর্মীদের ভিসা লাগানোর গ্যারান্টি পত্র দিয়ে আটকদের পুলিশ স্টেশন থেকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে।

তারই পরিপ্রেক্ষিতে বাহরাইনে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের উদ্দেশে জানানো যাচ্ছে যে, বর্তমানে বাহরাইন সরকার অবৈধ কর্মীদের বিরুদ্ধে অভিযান বাড়িয়েছে। পুলিশের গ্রেপ্তার ও আইনি জটিলতা এড়াতে অবৈধ কর্মীদের দ্রুত ভিসা লাগিয়ে বৈধ হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।