NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প পাকিস্তানে ভারতের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ৩৫ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান শাহরুখ-প্রিয়াঙ্কার সেই সিনেমা ও সম্পর্ক আবারও আলোচনায় ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি
Logo
logo

সাহায্যের জন্য ইউক্রেন প্রেসিডেন্টের ফোনে ক্ষুব্ধ হয়েছিলেন বাইডেন!


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৭:২৫ এএম

সাহায্যের জন্য ইউক্রেন প্রেসিডেন্টের ফোনে ক্ষুব্ধ হয়েছিলেন বাইডেন!

আর্ন্তজাতিক ডেস্ক: সামরিক ও অর্থ সহায়তা আরও বেশি দেয়ার জন্য ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পীড়াপীড়ি করার কারণে ক্ষুব্ধ হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।   

গতকাল সোমবার মার্কিন গণমাধ্যম এনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন মাসে এক ফোনালাপের সময় জেলেনস্কি বাইডেনের কাছ থেকে আরও সাহায্য চান। তখনই নিজের বিরক্তি প্রকাশ করেন জো বাইডেন। বাইডেন চড়া গলায় জেলেনস্কিকে বলেন, “আপনার উচিত আরও একটু কৃতজ্ঞতা দেখানো।”

 

কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনিবিসি জানিয়েছে, ওইদিন ফোনালাপের সময় বাইডেন জেলেনস্কিকে এক বিলিয়ন ডলার সহায়তার কথা জানান। কিন্তু জেলেনস্কি সঙ্গে সঙ্গে তার আরও কী কী লাগবে তার তালিকা তুলে ধরেন বাইডেনের কাছে। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বাইডেন। 

বাইডেন বলেন, “ইউক্রেনকে সাহায্য করার জন্য আমেরিকা কাজ করে যাচ্ছে, আপনার উচিত আরও কৃতজ্ঞ হওয়া।”

বাইডেনের বিরক্তি দূর করতে সেদিন জেলেনস্কি পরে এক বিবৃতি দেন যাতে তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। জেলেনস্কি বলেছিলেন, “প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথোপকথন হয়েছে। আমি তার সমর্থনের জন্য কৃতজ্ঞ। প্রতিরক্ষার জন্য এই সাহায্য আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।”

এ বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্রের কাছে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। জেলেনস্কির মুখপাত্রও কোনো প্রতিক্রিয়া জানাননি।

এদিকে, গত রবিবার ইউক্রেনের জন্য নতুন করে সাড়ে ২৭ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। সেই প্যাকেজ ঘোষণার দুই দিন পরই এই রিপোর্ট প্রকাশ্যে এল। এখন পর্যন্ত কিয়েভকে ১৮২০ কোটি ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে ওয়াশিংটন।

সূত্র: সিএনবিসি।