NYC Sightseeing Pass
Logo
logo

যুক্তরাষ্ট্রে ৮ বছর বয়সেই বিশাল পর্বতের চূড়ায়


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:১৮ পিএম

যুক্তরাষ্ট্রে ৮ বছর বয়সেই বিশাল পর্বতের চূড়ায়

আর্ন্তজাতিক ডেস্ক: আট বছর বয়সেই যুক্তরাষ্ট্রের এল ক্যাপিটান পর্বতের চূড়ায় পা রেখেছে স্যাম বেকার। পর্বতশৃঙ্গটি ইয়োসেমিটি উপত্যকা থেকে তিন হাজার ফুটেরও বেশি উঁচুতে।

স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় এল ক্যাপিটানের শিখরে নিজের পদচিহ্ন এঁকে দিয়েছে স্যাম। পর্বতারোহী বাবা জো বেকারও ছেলের সঙ্গে একই সময় চূড়ায় পৌঁছান।

 

 

এক ফেসবুক পোস্টে ছেলের কীর্তির কথা প্রকাশ করেছেন জো। স্যাম এল ক্যাপিটানের এযাবৎকালের সর্বকনিষ্ঠ আরোহী বলেও দাবি করেছেন তিনি। ফেসবুকে জো লেখেন, ‘এ এক অসাধারণ সপ্তাহ। আমি স্যামের জন্য গর্বিত। ’ শিশু স্যাম বেকারসহ চারজন এল ক্যাপিটানে আরোহণ শুরু করেন গত মঙ্গলবার থেকে।

বাবা জো জানিয়েছেন, তিনি ভেবেছিলেন পাহাড়ে ওঠার সময় স্যাম ভয় বা কষ্টে কাঁদবে। কিন্তু অভিযানের পুরো পথেই দৃঢ় মনোভাব দেখিয়েছে সে।

kalerkantho

পর্বতারোহণ স্যামের পারিবারিক ঐতিহ্যেরই অংশ। হাঁটতে শেখার আগেই পর্বতারোহণের সরঞ্জামের সঙ্গে পরিচয় হয়েছে তার। দেড় বছর ধরে এল ক্যাপিটান আরোহণের প্রশিক্ষণ নিয়েছে স্যাম। এর আগে বাবা-ছেলে মিলে ইউটা অঙ্গরাজ্যের এক হাজার ফুট উচ্চতার মুনলাইট বাট্রেস আরোহণ করে। তখনই ছেলেকে এল ক্যাপিটানে ওঠার জন্য প্রস্তুত বলে মনে হয় জো বেকারের।

স্যামের মা অ্যান বেকার জানান, তাঁরা ছেলের পর্বত অভিযানে যাওয়ার বিষয়টিকে সমর্থন দিয়ে এসেছেন। তিনি বলেন, ‘পর্বতের চূড়ায় উঠতে পেরে স্যাম ছিল উচ্ছ্বসিত। ’ 
সূত্র : সিএনএন