NYC Sightseeing Pass
Logo
logo

ইরাকে গাড়ি বিস্ফোরণে নিহত ১০, আহত ২০


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৫, ০৩:২২ এএম

ইরাকে গাড়ি বিস্ফোরণে নিহত ১০, আহত ২০

আর্ন্তজাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ২০ জনের বেশি মানুষ। নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার পূর্ব বাগদাদে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

নিরাপত্তা বাহিনীর ওই সূত্র জানিয়েছে, ফুটবল স্টেডিয়ামের কাছের একটি গ্যারেজের গাড়িতে বিস্ফোরক বেঁধে রাখা ছিল। গ্যারেজের কাছেই রাখা ছিল গ্যাসবাহী ট্যাংকার।

 

গাড়িতে বেঁধে রাখা বিস্ফোরক থেকে সেই ট্যাংকারেও বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে বিস্ফোরণে হতাহতের ঘটনাটি ঘটে।

 

ইরাকের সরকারি কর্মকর্তারা জানান, বিস্ফোরণে নিহতদের মধ্যে বেশির ভাগই কিশোর। বাড়ির কাছের ওই স্টেডিয়ামে ফুটবল খেলছিল ওই কিশোররা।

ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব বাগদাদে একটি গ্যারেজে থাকা গ্যাসবাহী ট্যাংকারে বিস্ফোরণে বেশ কিছু মানুষ নিহত হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
সূত্র : রয়টার্স।