NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প পাকিস্তানে ভারতের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ৩৫ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান শাহরুখ-প্রিয়াঙ্কার সেই সিনেমা ও সম্পর্ক আবারও আলোচনায় ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি
Logo
logo

নিউইয়র্ক শহরের স্কুল আগামী বছর থেকে দীপাবলিতে বন্ধ থাকবে


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৫, ০৯:২৫ পিএম

নিউইয়র্ক শহরের স্কুল আগামী বছর থেকে দীপাবলিতে বন্ধ থাকবে

নিউইয়র্ক: নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। আর সকল ধর্মের অনুষ্ঠানে উৎনব ছড়িয়ে দিতে আগামী বছর থেকে দীপাবলিতে শহরের স্কুলগুলোতে ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।
নিউইয়র্কের স্কুলগুলিতে দীপাবলির ছুটি থাকবে বলে জানিয়ে মেয়র এরিক অ্যাডামস বলেন, উৎসব সম্পর্কে শিশুদের মধ্যে আরও উৎসাহ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীপাবলি মানেই আলোর উৎসব। আমরা বরাবরই চেয়েছিলেন যাতে এই উৎসব নিয়ে আগামী প্রজন্মের আগ্রহ তৈরি হয়। সবার মধ্যে যে আলো রয়েছে, সেই আলো যে কোনও আঁধার দূর করতে পারে।
অন্যদিকে নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতীয়-আমেরিকানদের দীর্ঘদিনের দাবি ছিল। এই স্বীকৃতি নিউইয়র্কে বৈচিত্রের ক্ষেত্রে উল্লেখযোগ্য। সমস্ত ধরনের মানুষ ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্যকে উপলব্ধি করতে পারবেন। নিউইয়র্কে বহু ভারতীয় বসবাস করেন।
প্রসঙ্গত, ভারতীয়-আমেরিকানরা দীর্ঘদিন ধরে দীপাবলির মতো উৎসবে ছুটির দাবি করে এসেছিলেন। অবশেষে তাদের দাবি আলোর মুখ দেখছে।