খবর প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ১১:২৮ এএম
আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনে পরমাণু উত্তেজনার জন্য পশ্চিমাদের দায়ী করেছেন রুশ গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন। বিবিসির রাশিয়া বিষয়ক সম্পাদক স্টিভ রোজেনবার্গ এসংক্রান্ত আন্তর্জাতিক সমালোচনার ব্যাপারে সের্গেই নারিশকিনকে মন্তব্য করতে বলেছিলেন। সমালোচনাটি হচ্ছে, কিছু রুশ কর্মকর্তা ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন। এ হুমকির প্রতিক্রিয়া জানতে চাইলে সের্গেই বিষয়টি অস্বীকার করেন।
তিনি উল্টো পশ্চিমের দিকে আঙুল তুলেছেন।
রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কি না বা ডার্টি বোমা ফাটাবে কি না বা বাঁধ উড়িয়ে দেওয়ার অন্যান্য উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত হবে কি না বিবিসির এমন প্রশ্নে রাশিয়ার গোয়েন্দা প্রধান সরাসরি কোনো উত্তর দেননি।
তিনি বলেন, ‘পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে পশ্চিমাদের বক্তব্যের বিষয়ে অবশ্যই আমরা খুব উদ্বিগ্ন। ’
সের্গেই আরো বলেন, “গতকাল রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে তার সহকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি তাদের তথাকথিত ‘ডার্টি পারমাণবিক বোমা’ ব্যবহার করার জন্য ইউক্রেনের নেতৃত্বের সম্ভাব্য পরিকল্পনার কথা বলেছেন। ”
এদিকে গতকাল রবিবার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফরাসি সরকার রাশিয়ান সরকারের দাবির বিষয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছে। তারা রাশিয়ার দাবিকে কিয়েভের বিরুদ্ধে ‘রাশিয়ার স্বচ্ছভাবে মিথ্যা অভিযোগ’ বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে।
রোজেনবার্গ রাশিয়ান সামরিক জাদুঘরের একটি প্রদর্শনীর উদ্বোধনে সের্গেইয়ের সঙ্গে কথা বলেছিলেন।
পারমাণবিক অস্ত্রের মজুদের দিক থেকে বিশ্বে রাশিয়ার অবস্থান সবার ওপরে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে পুতিন অনেকবারই এ হুমকি দিয়েছেন, রাশিয়ার ওপর হামলা হলে সেটা হবে উসকানিমূলক এবং এ ধরনের যেকোনো হামলার জবাব পারমাণবিক অস্ত্র দিয়ে দিতে বাধ্য হবে রাশিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার একসময় অচিন্তনীয় বিষয় থাকলেও এখন এটি আশঙ্কা হয়ে দেখা দিচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, পুতিনকে যদি ইউক্রেন থেকে খালি হাতে ফিরতে হয় তখন রাশিয়া পরাশক্তির মর্যাদা ধরে রাখার জন্য হলেও ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।
সূত্র : বিবিসি