NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া
Logo
logo

‘ছেলেরা আমাকে ভয় পায়, তাই প্রেম হয়নি’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৪৯ এএম

>
‘ছেলেরা আমাকে ভয় পায়, তাই প্রেম হয়নি’

'রকস্টার', 'ম্যায় তেরা হিরো', 'মাদ্রাস ক্যাফে'র মতো সিনেমায় কাজ করেছেন তিনি। তার হাসি যে কত অনুরাগীর বুকে ঝড় তুলেছে শেষ নেই। অথচ নার্গিস ফাখরির জীবনে এক সময় প্রেম ছিল না। অতীতে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছিলেন অভিনেত্রী।

নার্গিস বলেছিলেন, 'আমি একটা সুন্দর সম্পর্ক চাই। আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে থাকতে চাই। প্রত্যেক দিন সকালে তার সঙ্গে ঘুম থেকে উঠতে চাই। সকাল বেলার জলখাবার তার সঙ্গে খেতে চাই। যে সংস্কৃতিতে আমি বড় হয়েছি, সেখানে এগুলি করার জন্য বিয়েটা জরুরি নয়। তাই সম্পর্কটাই আমার কাছে খুব দামি।'

এক সময় কাজের জন্য ব্যক্তি জীবনের দিকে বিশেষ নজর দিতে পারেননি নার্গিস। একসঙ্গে অভিনয়ের সুবাদে নায়ক-নায়িকার প্রেম বলিউডে নতুন কিছু নয়। তবে নার্গিস ছিলেন ব্যতিক্রম। তার ঝুলিতে একাধিক প্রেমের সিনেমা আছে ঠিকই।

কিন্তু নার্গিসের দাবি, কখনও কোনও সহ-অভিনেতার প্রেমে পড়েননি তিনি। অবশ্য উদয় চোপড়ার সঙ্গে তার প্রেমের গুঞ্জনে এক সময়ে উত্তাল হয়েছিল বলিপাড়া। নার্গিসের কথায়, 'যাদের সঙ্গে কাজ করি, তাদের নিয়ে আগ্রহী নই। আমার জীবনটা খুব সহজ নয়। যে সব পুরুষের সঙ্গে দেখা হয়, তারা আমাকে দেখে ঘাবড়ে যান। কেউ কেউ আবার ভয়ও পান বা নিরাপত্তাহীনতায় ভোগেন।'

নার্গিসের জীবনের সেই চিরাচরিত ছবি বদলেছে। পরবর্তীতে উদয়ের সঙ্গে সম্পর্কের কথাও স্বীকার করে নেন তিনি। গুঞ্জন, উদ্যোগপতি টোনি বেইগের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। এ নিয়ে যদিও তিনি কোনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, নার্গিস ফাখরি একজন আমেরিকান মডেল। যিনি মুলত বলিউডে কাজ করে জনপ্রিয়তা পান। তিনি সর্বপ্রথম আমেরিকার নেক্সট টপ মডেল হওয়ার মাধ্যমে মিডিয়াতে প্রবেশ করেন। এরপর ২০১১ সালের বলিউডের সাড়া জাগানো চলচ্চিত্র ‘রকস্টার’-এ অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে ভারতে আত্মপ্রকাশ করেন।