NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

বাঁচা-মরার লড়াইয়ে টস হারল জিম্বাবুয়ে, ব্যাটিংয়ে স্কটল্যান্ড


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০৫:৪৯ এএম

>
বাঁচা-মরার লড়াইয়ে টস হারল জিম্বাবুয়ে, ব্যাটিংয়ে স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের বি গ্রুপের আগের ম্যাচে হেরে বিদায় নিয়েছে উইন্ডিজ, তাদের হারিয়ে সুপার টুয়েলভে উঠে গেছে আয়ারল্যান্ড। একই সমীকরণ জিম্বাবুয়ে আর স্কটল্যান্ডের সামনেও, হারলেই বিদায়।

এমন সমীকরণের সামনে থাকা ম্যাচে জিম্বাবুয়ে হেরেছে টসে। স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন টস জিতেই নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। কেন এই সিদ্ধান্ত, তার ব্যাখ্যায় স্কটিশ অধিনায়ক বললেন, ‘আমরা আগে ব্যাট করতে যাচ্ছি। এখানে ভালো স্কোর গড়লে কী হয়, সেটা আমরা দেখেছি। আমরা যথাসাধ্য চেষ্টা করব এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করব।’

এদিকে টস হেরে ফিল্ডিংয়ে নামতে হলেও জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনের খুব একটা সমস্যা নেই তাতে। আগের ম্যাচেই যে আয়ারল্যান্ড সেটা করে দেখিয়েছে! তার ভাষ্য, ‘আগের ম্যাচে আয়ারল্যান্ডকে তাড়া করতে দেখাটা আমাদের বেশ আত্মবিশ্বাস দিচ্ছে। বল নিয়ে ভালো শুরু করাটাই হবে মুখ্য, তারপর ব্যাট হাতে চাপে শান্ত থাকতে হবে।’

জিম্বাবুয়ে একাদশ
ক্রেইগ আরভিন (সি), রেজিস চাকাভা (ডব্লিউ), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, রিচার্ড নাগারভা, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি
স্কটল্যান্ড একাদশ
জর্জ মুন্সে, মাইকেল জোন্স, ম্যাথু ক্রস (ডাব্লু), রিচি বেরিংটন (সি), মাইকেল লিস্ক, ক্যালাম ম্যাকলিওড, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরিফ, ব্র্যাড হুইল