NYC Sightseeing Pass
Logo
logo

মিয়ানমারে কারাগারে বিস্ফোরণ, নিহত ৮


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫২ এএম

মিয়ানমারে কারাগারে বিস্ফোরণ, নিহত ৮

আর্ন্তজাতিক ডেস্ক: মিয়ানমারের ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে বিস্ফোরণ ঘটেছে। বিবিসি জানিয়েছে, এ ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে। স্থানীয়রা বিবিসি বার্মিজকে জানিয়েছে, বুধবার সকালে কারাগারের প্রবেশপথে দুটি বোমা বিস্ফোরণে কারাগারের তিনজন কর্মী ও পাঁচজন দর্শনার্থী নিহত হয়েছে।

মিয়ানমারের সবচেয়ে বড় কারাগার ইনসেইন।

 

সেখানে প্রায় ১০ হাজার বন্দি রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই রাজনৈতিক বন্দি।

 

কারাগারের প্রবেশপথে বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। বোমা হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।

বর্তমানে সেখানে সামরিক বাহিনীর বিশাল সংখ্যক সৈন্য মোতায়েন করা হয়েছে। কারাগারটি আগে থেকেই কড়া পাহারায় রাখা হয়। যদিও মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, শতাব্দী প্রাচীন কারাগারটি কঠোর অবস্থা এবং বন্দিদের সঙ্গে অমানবিক আচরণের জন্য কুখ্যাত।

গত বছর অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত বেসামরিক সরকারকে পতন করে মিয়ানমার বর্তমানে সামরিক জান্তা দ্বারা পরিচালিত হচ্ছে।
সূত্র: বিবিসি।