NYC Sightseeing Pass
Logo
logo

রাশিয়ার ইরানি ড্রোন ব্যবহার 'সামরিক দেউলিয়াত্ব': জেলেনস্কি


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৭ এএম

রাশিয়ার ইরানি ড্রোন ব্যবহার 'সামরিক দেউলিয়াত্ব': জেলেনস্কি

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, অস্ত্র সহায়তার জন্য রাশিয়া এখন তার মিত্র ইরানের দিকে হামাগুড়ি দিচ্ছে। এটা দুর্বলতার ইঙ্গিত দেয় বলেও মন্তব্য করেন তিনি।  

জেলেনস্কি আরো বলেছেন, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে রাশিয়া ইরানের কাছে এ ধরনের সহায়তার অনুরোধ করছে। এটি রাশিয়ার সামরিক ও রাজনৈতিক দেউলিয়াত্বের স্বীকৃতি।

 

 

জেলেনস্কি বলেছেন, এমন সহায়তায় কৌশলগতভাবে তাদের কোনো উপকার হবে না। বরং বিশ্বের কাছে আরো প্রমাণ করবে যে রাশিয়া ধ্বংসের দিকে রয়েছে। সন্ত্রাসী কার্যকলাপে তার সহযোগীদের জড়ানোর চেষ্টা করছে।

তবে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি ইউক্রেনজুড়ে বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে দেশটির অনেক গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। হামলার ফলে ব্ল্যাকআউটের কবলে পড়েছে বহু জায়গা।  

সে ব্যাপারে সতর্ক করে জেলেনস্কি বলেছেন, জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলায় বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সচেতন হতে হবে। যেখানে সম্ভব হচ্ছে বিদ্যুৎ পুনরুদ্ধারে আমরা দ্রুত কাজ করার চেষ্টা করছি।

সূত্র : এনডিটিভি।