NYC Sightseeing Pass
Logo
logo

রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আবাসিক ভবনে, নিহত ৬


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৪ এএম

>
রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আবাসিক ভবনে, নিহত ৬

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়স্কের একটি আবাসিক ভবনে সুপারসনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে ভবনটিতে আগুন ধরে অন্তত ছয়জন নিহত ও শিশুসহ ১৯ জন আহত হয়েছেন। 

স্থানীয় সময় সোমবার (১৭ অক্টোবর) নয়তলা ভবনটিতে আগুন লাগার এ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় ওই দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১৯ জন। এছাড়া ছয়জন নিখোঁজ থাকার তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানটি সুখোই এসইউ-৩৪ মডেলের। তবে বিধ্বস্ত হওয়ার আগে এর পাইলটরা নেমে যেতে সক্ষম হন। উড্ডয়নের পর বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে যাওয়াকে বিধ্বস্তের কারণ হিসেবে জানানো হয়েছে।

রাশিয়ার জরুরি পরিষেবার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে ভবনে পড়ার পর এর পাঁচটি ফ্লোরে আগুন ধরে যায়। এর মধ্যে ওপরের কয়েকটি ফ্লোর ধসে পড়ে এবং এর আশপাশের আরো অন্তত ৫৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। বহুতল ভবনটিতে ৬০০ মানুষের বসবাস ছিল।

ওসকানা নামে ভবনটির এক বাসিন্দা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, এখানে বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এরপর ভেতরে সব জ্বলছিল ও ধোঁয়া বের হচ্ছিল।