NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১৩, ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সমন্বিত অর্থনৈতিক কৌশল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইউক্রেন শান্তি আলোচনার আগে অনিশ্চয়তা ও উত্তেজনা তুরস্কে সংঘাত অবসানের সম্ভাবনা, অস্ত্র ত্যাগের ঘোষণা পিকেকের টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন কোহলি যমজ সন্তানের মা হলেন আম্বার হার্ড প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ
Logo
logo

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্যারিসে হাজারো মানুষের মিছিল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৫ এএম

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্যারিসে হাজারো মানুষের মিছিল

আর্ন্তজাতিক ডেস্ক: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল রবিবার হাজার হাজার মানুষ ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় নেমেছে। দেশটির তেল শোধনাগারগুলোতে উচ্চ মজুরির দাবিতে কর্মীরা কয়েক সপ্তাহ ধরেই ধর্মঘট পালন করছেন। এমন পরিস্থিতে এবার মঙ্গলবার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

প্যারিসের মিছিলে কট্টর বামপন্থী দল লা ফ্রান্স ইনসুমিসের নেতা জিন-লুক মেলেনচন মঙ্গলবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন।

 

এ সময় মিছিলে অংশ নিয়েছেন চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া লেখক আনি এরনো।

 

মেলেনচন চারটি শ্রমিক ইউনিয়নের পদাঙ্ক অনুসরণ করে সাধারণ ধর্মঘট ও বিক্ষোভের ডাক দিয়েছেন বলে জানা যায়। সরকার কিছু তেল শোধনাগার শ্রমিকদের রিকুইজিশন করার নির্দেশ দেওয়ার পর চারটি শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের অধিকার রক্ষায় বিক্ষোভের ডাক দেয়।

অন্যদিকে ফ্রান্সের বাজেট মন্ত্রী গ্যাবরিয়েল আটাল বলেছেন, বামপন্থী দল বর্তমান পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ফরাসি পারমাণবিক প্লান্ট এবং তেল শোধনাগারগুলোতে চলমান ধর্মঘট তারই ইঙ্গিত দেয়।

ফরাসি রেডিও স্টেশন ইউরোপ-১-এ তিনি বলেছেন, ‘আজকের মিছিল হলো যারা দেশকে অবরুদ্ধ করতে চায় তাদের মিছিল। ’ 

সূত্র : ইউরো নিউজ