NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া
Logo
logo

শেখ রাসেলের জন্মদিনে বিটিভির বিশেষ আয়োজন


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:১২ এএম

>
শেখ রাসেলের জন্মদিনে বিটিভির বিশেষ আয়োজন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবর। এ দিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ সেজেছে বিশেষ আয়োজনে।

এক মেইলবার্তায় বিটিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, শিশুতোষ অনুষ্ঠান, আলেখ‍্যানুষ্ঠান, প্রামাণ‍্য অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জন্মদিন উপলক্ষে বিশেষ নাটক-প্রভৃতি আয়োজনে সাজানো হয়েছে বিশেষ এই অনুষ্ঠানমালা।

সকাল ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে প্রামাণ‍্য অনুষ্ঠান 'একটি পুষ্পিত নাম শেখ রাসেল'।

শেখ রাসেলের নামে প্রতিষ্ঠিত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উপর আলোচনা অনুষ্ঠান প্রচারিত হবে সকাল ৯ টায়। গণভবন থেকে 'শেখ রাসেল দিবস ২০২২' উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে সকাল ১০টায়।

শেখ রাসেলের নামে প্রতিষ্ঠিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উপর আলোচনা অনুষ্ঠান প্রচারিত হবে দুপুর ১২টা ৫০ মিনিটে।

শেখ রাসেলকে নিবেদিত কবিতা আবৃত্তির অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। শিশুতোষ আলেখ্যানুষ্ঠান 'আমাদের ছোট রাসেল সোনা' প্রচারিত হবে রাত ৮টা ৩৫ মিনিটে। রাত ৯টায় থাকছে বিশেষ নাটক 'দশটি কফিন ও ইফরানের গল্প'। রাত সাড়ে দশটায় আছে জন্মদিন উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান ' কথায় কথায় ছোট্ট রাসেল'। রাত ১১টায় প্রচারিত হবে শিশুতোষ চিত্রাংকন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান 'হৃদয়ে রাসেল'। এছাড়াও অনুষ্ঠানের মাঝে মাঝে প্রচারিত হবে ফিলার (প্রামাণ্য ও গান)।

উল্লেখ্য, শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নং ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বাড়িতে জন্মগ্রহণ করেন।