NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া
Logo
logo

জন্মদিনে ‘বর্ধরাজ মান্নার’-রূপে ধরা দিলেন পৃথ্বীরাজ!


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১৩ এএম

>
জন্মদিনে ‘বর্ধরাজ মান্নার’-রূপে ধরা দিলেন পৃথ্বীরাজ!

মালায়ালাম সুপারস্টার পৃথ্বীরাজ এবার ধরা দিলেন ‘বর্ধরাজ মান্নার’ রূপে। ‘কেজিএফ’-খ্যাত নির্মাতা প্রশান্ত নীলের মুক্তি প্রতীক্ষিত ‘সালার’ সিনেমায় এ চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে প্রভাসের ‘সালার’ চরিত্রের পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ পৃথ্বীরাজের ‘মান্নার’ চরিত্রটিও— খোলাসা করলেন পরিচালক নিজেই।

রোববার (১৬ অক্টোবর) পৃথ্বীরাজের জন্মদিন উপলক্ষ্যে ‘বর্ধরাজ মান্নার’ চরিত্রের ফার্স্টলুক পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন পরিচালক নীল। নিজের সিনেমাতে দক্ষিণের দুই সুপারস্টারের সঙ্গে কাজের রোমাঞ্চকর অভিজ্ঞতাও ভাগাভাগি করে নেন নির্মাতা।

তিনি বলেন, “পৃথ্বীরাজের মতো সুপারস্টারকে সিনেমাতে পাওয়াটা খুবই আনন্দের। আমরা এরচেয়ে ভালো বর্ধরাজ মান্নার পেতে পারতাম না। সিনেমাতে তিনি যেভাবে তার চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন তা এককথায় দুর্দান্ত! এই সিনেমাতে তার উপস্থিতি সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। তার ভক্তরাও তাদের প্রিয় অভিনেতাকে এমন চরিত্রে অভিনয় করতে দেখে মুগ্ধ হবে। পৃথ্বীরাজ এবং প্রভাসের মতো দুই মহান অভিনেতাকে একসঙ্গে একই সিনেমাতে পরিচালনা করাটা ছিল একটা ‘বিস্ময়কর’ অভিজ্ঞতা।”

প্রসঙ্গত, হোম্বলস ফিল্মসের ব্যানারে ‘সালার’ সিনেমাতে প্রভাস, পৃথ্বীরাজ ছাড়াও অভিনয় করেছেন শ্রুতি হাসান, জগপতি বাবু, ঈশ্বরী রাও, শ্রীয়া রেড্ডি প্রমুখ। আগামী বছরের ২৮ সেপ্টেম্বর ভারতজুড়ে পাঁচটি ভিন্ন ভিন্ন ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।