NYC Sightseeing Pass
Logo
logo

জাতীয় গ্রিডে বিপর্যয়ের পেছনে অবহেলা রয়েছে : প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ১০:৩৭ এএম

>
জাতীয় গ্রিডে বিপর্যয়ের পেছনে অবহেলা রয়েছে : প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, জাতীয় গ্রিডের বিপর্যয়ের পেছনে দায়িত্বে অবহেলা ও অব্যবস্থাপনা রয়েছে। এ কাজের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে চাকরিচ্যুত করা হবে। 

শনিবার (১৫ অক্টোবর) কেরানীগঞ্জে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব কথা জানান।

নসরুল হামিদ বলেন, গ্রিডের বিষয়ে তদন্ত প্রতিবেদন এখনও লিখিতভাবে পাইনি। কিন্তু আমরা দেখেছি গ্রিড বিপর্যয়ে পড়েছে ম্যানেজমেন্টের কারণে। বিদ্যুৎ বিভাগকে বলেছি নামগুলো প্রস্তাব করতে। পেলে রোববার অথবা পরদিন সোমবারের মধ্যে বিপর্যয়ে জড়িত সবাইকে আমরা চাকরিচ্যুত করব। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর একযোগে দেশের একটি বড় অংশে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। সেদিন প্রায় সাত ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে রাজধানী ঢাকাসহ দেশের অনেক জেলা। এ বিষয়ে তিনটি তদন্ত কমিটি গঠন হয়।