NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

মোহাম্মদপুরে এনএসআইয়ের ভুয়া কর্মকর্তা আটক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৪৩ পিএম

>
মোহাম্মদপুরে এনএসআইয়ের ভুয়া কর্মকর্তা আটক

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে মো. রুবেল ইসলাম (২৮) নামে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক ভুয়া সহকারী পরিচালককে (এডি) আটক করেছে এনএসআই ও পুলিশ।

শুক্রবার (১০ জুন) ঢাকা উদ্যানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পান্নু বলেন, হযরত মুহাম্মদ (সা.)–কে কটূক্তির প্রতিবাদে মিছিলের সময় এনএসআইয়ের সহকারী পরিচালক পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে আটক করে এনএসআই। পরে আমরা তাকে আটক করে থানায় নিয়ে যাই। এ সময় তার কাছ থেকে এনএসআইয়ের একটি ভুয়া আইডি কার্ড পাওয়া যায়। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন এই কার্ড ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রতারণা করতেন।

তিনি মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানের তিন নম্বর রোডের ৬ নম্বর বাসায় থাকেন। তার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার পূর্ব বানিয়াপাড়া এলাকায়। তিনি ওই এলাকার তসলিম উদ্দিনের ছেলে।