NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

ইতালিতে প্রবাসীদের সাথে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিবের মতবিনিময়


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৭ এএম

ইতালিতে প্রবাসীদের সাথে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিবের মতবিনিময়

ইতালির বন্ধন নগরীতে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এসময় তিনি অবৈধপথে রেমিট্যান্স প্রেরণের সমস্যা এবং বৈধপথে রেমিট্যান্স পাঠানোর উপকারিতা তুলে ধরেছেন।

ড. আহমেদ মুনিরুছ সালেহীন পালমা কাম্পানিয়ার কিছু গার্মেন্টস কারখানা পরিদর্শন করেন এবং সেখানকার শ্রমিকদের সাথে দেশে অর্থ প্রেরণ সংক্রান্ত সমস্যা-সুবিধা নিয়ে আলোচনা করেন।

এ সময় কারখানার শ্রমিকরা প্রবাস জীবনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা করেন সচিব। প্রবাসীরা নানা ধরনের সুবিধা-অসুবিধার কথা বলেন।

 

সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বৈধ পথে যেন বেশি রেমিট্যান্স দেশে পাঠাতে পারে, সেজন্য প্রবাসীদের উদ্বুদ্ধ করেন।
প্রবাসীরা যেন অগ্রাধিকার ভিত্তিতে পেনশন পায়, সে ব্যাপারে সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

ড. আহমেদ মুনিরুছ সালেহীন আরো বলেন, প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা আরো সুদৃঢ় ও দৃশ্যমান হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হুমায়ুন কবীর, সাউথইস্ট ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের সহসভাপতি এমডি জাহাঙ্গীর কবির, ইতালীস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক।

সাংবাদিক শাওন আহমেদের পরিচালনায় কমিউনিটি ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন নাদিম বেপারী, কুদ্দুস হাওলাদার, ফারুক মাতব্বর, জাহাঙ্গির শেখ, জয়নাল আবেদীন, ফেরদৌস উকিল, ইসকেনদার আলী ও মোশারফ খলিফাসহ আরো অনেকে।