NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

টিটি টুর্নামেন্ট ছাপিয়ে গরম ইস্যু


খবর   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৩, ০৭:৩৮ এএম

>
টিটি টুর্নামেন্ট ছাপিয়ে গরম ইস্যু

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা মানেই বৈদ্যুতিক ইস্যু। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মহানগর টেবিল টেনিস প্রতিযোগিতাও ঘুরে ফিরে সেই পুরোনো বিষয়টি। বিদ্যু থাকলেও এসি সচল না থাকায় গরমের মধ্যেই খেলতে হচ্ছে খেলোয়াড়দের। 

দেশের অন্যতম তারকা টিটি খেলোয়াড় মানস চৌধুরি ও মাহবুব বিল্লাহ। এ রকম পরিস্থিতি অবশ্য তাদের কাছে নতুন নয়। তবে কিছু দিন আগে সংস্কার হওয়া এই ভেন্যুর শুরুতেই এসি সমস্যা হওয়ায় খানিকটা বিস্মিত তারা, ‘নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েই আমরা টিটি খেলে আসছি। কিছু দিন আগে বেশ সময় নিয়ে সংস্কার হয়েছে এই ভেন্যু। এরপর প্রথম বড় কোনো টুর্নামেন্ট টিটির। সেখানেই এই বিড়ম্বনা পোহানোটা খুব দুঃখজনক।’

শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ না থাকায় খেলোয়াড়রা স্বাভাবিক পারফরম্যান্স করতে পারছেন না। কিছুক্ষণ খেলেই ঘেমে যাচ্ছেন। আবার অনেকে ওয়ার্ম আপেই ক্লান্ত হয়ে গেছেন। ফেডারেশন উদ্ভূত পরিস্থিতিতে কয়েকটি ফ্যানের ব্যবস্থা করলেও সেগুলো এসির বিকল্প হিসেবে যথেষ্ট নয়। 

টেবিল ফেডারেশনের লিগ কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান বাদশা এসি সংক্রান্ত বিষয়ে বলেন,‘সকাল থেকে এই সমস্যাটি শুরু হয়েছে। আমরা জাতীয় ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট বিভাগে অবহিত করেছি। তারা বিষয়টি আগামীকালের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছে।’

জাতীয় ক্রীড়া পরিষদ বরাবরই এই ভেন্যু নিয়ে কাঠগড়ায়। বিগত সময়ও সংস্কার কাজ হয়েছে এই তাজউদ্দিন স্টেডিয়ামে। প্রতিবারই ক্রুটি-বিচ্যুতি ধরা পড়েছে। এবারও এর ব্যতিক্রম নয়। বিশেষ করে আলোর স্বল্পতায় ভুগছে টেবিল টেনিস ও ব্যাডমিন্টন উভয় ফেডারেশন। টেবিল টেনিস বোর্ডের উপর ১৪০০ লাক্স এবং বাইরে সামগ্রিকভাবে ১০০০ লাক্স আলো প্রয়োজন। সেখানে রয়েছে এর অর্ধেক। 

শহীদ তাজউদ্দিন আহমেদ স্টেডিয়াম টেবিল টেনিস ও ব্যাডমিন্টন ফেডারেশন যৌথভাবে ব্যবহার করলেও এসির নিয়ন্ত্রণ জাতীয় ক্রীড়া পরিষদের উপর। জাতীয় ক্রীড়া পরিষদের বৈদ্যুতিক কর্মকর্তা এসি ওপারেট করেন। এজন্য আবার দুই ফেডারেশনকে আলাদাভাবে তাকে সম্মানীও দিতে হয়। 

গরমের মধ্যেও মহানগর টিটি প্রতিযোগিতা উত্তাপ ছড়িয়েছে। ওয়ারীর রামহিম সরাসরি ৩-০ সেটে হারিয়েছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরিকে। এবারের প্রিমিয়ার লিগে ওয়ারী এবং পুলিশই শিরোপার বড় দাবিদার।