NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১৩, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সমন্বিত অর্থনৈতিক কৌশল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইউক্রেন শান্তি আলোচনার আগে অনিশ্চয়তা ও উত্তেজনা তুরস্কে সংঘাত অবসানের সম্ভাবনা, অস্ত্র ত্যাগের ঘোষণা পিকেকের টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন কোহলি যমজ সন্তানের মা হলেন আম্বার হার্ড প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ
Logo
logo

রাশিয়ার তীব্র নিন্দা জানালেন জি-৭ নেতারা


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:১০ এএম

রাশিয়ার তীব্র নিন্দা জানালেন জি-৭ নেতারা

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় রাশিয়ার তীব্র নিন্দা জানিয়েছেন জি-৭ নেতারা। গার্ডিয়ান জানিয়েছে, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে মস্কোকে 'গুরুতর পরিণতি' ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জোটটি।

গত কয়েকদিন ইউক্রেনে ভয়াবহ রকমের ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। গত সোমবার ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ করে অন্তত ১৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে রুশ বাহিনী।

 

 

 

এ নিয়ে জরুরিভিত্তিতে গতকাল মঙ্গলবার বৈঠকে বসেন জি-৭ নেতারা। ইউক্রেনে হামলার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।

জি-৭ নেতারা আরো বলেছেন, ইউক্রেনীয় ভূখণ্ডকে রাশিয়ার বলে সংযুক্তিকরণকে কখনোই তারা স্বীকৃতি দেবেন না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভার্চুয়ালি বৈঠকে যোগ দেওয়ার পর বিবৃতিতে বলেছেন, নিরপরাধ বেসামরিক মানুষের ওপর হামলা একটি যুদ্ধপরাধ।

তিনি আরো বলেছেন, আক্রমণগুলোর কারণে কেবল আমাদের পুনরুদ্ধার কার্যক্রম কিছুটা বিলম্বিত হবে।

ক্রিমিয়ার কার্চ সেতুতে জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণের পর ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক হামলার আশঙ্কা আরো বেড়েছে বলে ধারণা পশ্চিমাদের। এ নিয়ে জি-৭ সেভেন নেতারা সতর্ক করে জানিয়েছের- রাসায়নিক, জৈবিক কিংবা পারমাণবিক অস্ত্রের যেকোনো একটি ব্যবহার করলে রাশিয়াকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে।
সূত্র: গার্ডিয়ান।