NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭৬


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫০ পিএম

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭৬

আর্ন্তজাতিক ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অ্যানামব্রা প্রদেশে নৌকা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে ঠেকেছে। বিবিসি জানিয়েছে, শুক্রবার অ্যানামব্রা প্রদেশের ওগবারু এলাকায় অন্তত ৮০ জন যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যায়।

নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। বন্যার পানিতে বসবাসের এলাকা ডুবে যাওয়ার পর নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিলেন তারা।

 

 

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি 'মর্মান্তিক' এ নৌকাডুবির ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নাইজেরিয়ার নৌপরিবহন ব্যবস্থাজুড়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়ে তিনি আরো বলেন, নিখোঁজদের সন্ধানে জরুরি পরিষেবাগুলোকে অবশ্যই সবকিছু করতে হবে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নৌ পরিবহন খাতে সুরক্ষা প্রটোকল ব্যবস্থা পরীক্ষা করার জন্য সরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বুহারি।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, দুর্ঘটনা কবলিত নৌকায় করে আরোহীরা ওগবাকুবার নকো বাজারে যাচ্ছিল। সরকারি কর্মকর্তারা জানান, ডুবে যাওয়ার আগে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং একটি সেতুতে ধাক্কা লাগে।

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার দক্ষিণ-পূর্ব সমন্বয়কারী থিকম্যান তানিমু বার্তা সংস্থা এএফপিকে বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য পানির স্তর অত্যন্ত বেশি ও ঝুঁকিপূর্ণ।

অ্যানামব্রার গভর্নর চার্লস সোলুডো বলেন, দুর্ঘটনাটি বাসিন্দা ও রাজ্য সরকার উভয়ের জন্যই শোকের। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন তিনি।

সূত্র : বিবিসি