NYC Sightseeing Pass
Logo
logo

সীতাকুণ্ডের বিএম ডিপোতে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৪ এএম

>
সীতাকুণ্ডের বিএম ডিপোতে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৯ জুন) উদ্ধার অভিযান শেষ করা হয়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা নুরুল আলম।

তিনি বলেন, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর কনটেইনার বিস্ফোরণের ঘটনা ঘটে।  আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পাঁচ দিন সময় লেগে যায়। আজ দুপুরের দিকে ভেতরে থাকা ক্ষতিগ্রস্ত কোনো কনটেইনারে দৃশ্যমান আগুন ছিল না। ফলে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেওছে 

শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর বিস্ফোরণ ঘটে।

আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ বিস্ফোরণে হতাহত হন। এ ঘটনায় এ পর্যন্ত ৪৬ জন মারা গেছেন।  আহত হয়েছেন দুই শতাধিক। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের নয়জন কর্মী নিহত হয়েছেন।  নিখোঁজ রয়েছেন আরও ৩ কর্মী।