NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সোরলোথের ভারত ও পাকিস্তানকে সাধুবাদ জানালেন প্রধান উপদেষ্টা বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গণহত্যাকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে: উপদেষ্টা আসিফ ইসরায়েলি অবরোধের মধ্যে হামলায় গাজায় শিশুসহ নিহত ২১ যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
Logo
logo

জীবনের শেষ দৌড়ে করুণ পরিণতি


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৫ এএম

>
জীবনের শেষ দৌড়ে করুণ পরিণতি

জীবনের শেষ রেসটায় আর ফিনিশিং লাইন ছোঁয়া হলো না দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের ম্যারাথনারের। কারণ দৌড় শেষ করার দু’মাইল আগে হৃদরোগে আক্রান্ত হন ৩৬ বছর বয়সী ম্যারাথনার। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

ম্যারাথন চলাকালে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে বেশ কয়েকবার। তবে এবার লন্ডন ম্যারাথনে ঘটে যাওয়া ঘটনাটি আরও মর্মান্তিক। রোববার দৌড়াতে দৌড়াতেই যে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ইংলিশ ম্যারাথনার। প্রয়াত প্রতিযোগীর পরিবারের অনুরোধে তার ছবি ও নাম প্রকাশ করেনি ম্যারাথন কর্তৃপক্ষ। 

২৬.২ মাইল ম্যারাথনের ২৩ থেকে ২৪ মাইলের মধ্যে দৌঁড়নোর সময় হৃদরোগে আক্রান্ত হন ইংলিশ প্রতিযোগী। মাটিতে লুটিয়ে পড়ার তিন মিনিটের মধ্যে অ্যাম্বুল্যান্সে করে তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। সোমবার এ ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে ম্যারাথন কর্তৃপক্ষ। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ম্যারাথনের সঙ্গে যুক্ত সকলে এই ঘটনায় মর্মাহত। প্রয়াত প্রতিযোগীর পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাচ্ছি আমরা। পরিবারের অনুরোধকে সম্মান জানিয়ে আমরা তাঁর সম্পর্কে বিস্তারিত কিছু জানাচ্ছি না। আমরা পরিবারের সদস্যদের ইচ্ছাকে সম্পূর্ণ সম্মান জানাচ্ছি।’ 

লন্ডনের গ্রিনউইচ পার্ক থেকে দ্য মল পর্যন্ত আয়োজিত ম্যারাথনে বিভিন্ন বিভাগ মিলিয়ে প্রায় ৪০ হাজার প্রতিযোগী অংশ নেয়। পুরুষদের বিভাগে প্রথম হয়েছেন অ্যামোস কিপরুটো। তিনি দৌড় শেষ করতে সময় নেন ২ ঘণ্টা ৪ মিনিট ৩৯ সেকেন্ড।