NYC Sightseeing Pass
Logo
logo

ইরানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটকা পড়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:১১ পিএম

ইরানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটকা পড়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের পুলিশ সে দেশের নামকরা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় সময় রবিবার সংঘর্ষে জড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, তেহরানের শরিফ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে সংঘর্ষের পর গাড়ি পার্কিংয়ের স্থানে আটকে পড়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা আতঙ্কে পালিয়ে অন্য জায়গায় আশ্রয় নিচ্ছে।

গুলির শব্দও পাওয়া গেছে।

 

প্রসঙ্গত, চলতি বছরের ১৬ সেপ্টেম্বর ইরানে নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহশা আমিনি নিহতের ঘটনায় চলমান বিক্ষোভের অংশ হিসেবে রাস্তায় নামে শরিফ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। রবিবার নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জন।

গতকাল রবিবার প্রথমবার শরিফ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রাস্তায় বেরিয়ে আসে। সোশ্যাল মিডিয়ার একটা ভিডিওতে দেখা যাচ্ছে শরিফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা থেকে বাঁচতে শিক্ষার্থীরা দৌড়ে পালিয়ে যাচ্ছে। দূর থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে।  

আরেক ভিডিওতে দেখা যায়, একটা গাড়িতে যারা বসে ভিডিও করছিলেন, তাদের দিকে বন্দুক নিয়ে মোটরবাইকে করে নিরাপত্তা সদ্যরা এগিয়ে যাচ্ছে।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে হামলা করেছে পুলিশ; গুলিও চালিয়েছে। বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করার খবরও পাওয়া গেছে।
সূত্র: বিবিসি।