NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে কাতার প্রবাসীদের উৎসাহ রাষ্ট্রদূতের


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৫, ১২:২২ এএম

>
বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে কাতার প্রবাসীদের উৎসাহ রাষ্ট্রদূতের

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে কাতার প্রবাসীদের উৎসাহ দিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। কাতারের এরাবিয়ান এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ে তিনি প্রবাসীদের এ উৎসাহ দেন। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে দোহার বাংলাদেশ দূতাবাস জানায়, রাষ্ট্রদূত উপস্থিত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রত্যেককে নিজস্ব পরিসরে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দেন। পাশাপাশি বিষয়টি প্রচারের আহ্বান জানান। 

তিনি বলেন, বৈধ পথে টাকা পাঠালে একদিকে প্রবাসীদের কষ্টার্জিত আয় তাদের পরিবারের উপকারে আসে, অপরদিকে এটি দেশীয় মুদ্রা ভান্ডারে যুক্ত হয়ে দেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হয়।

রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে যারা নিরুৎসাহিত করেন, যারা হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত, তারা কখনোই দেশের বন্ধু হতে পারে না।

আগামী বছরে কাতার থেকে দেড় বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠানোর আশাবাদ ব্যক্ত করে তিনি হুন্ডিকে ‘না’ বলার আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রদূত এরাবিয়ান এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে বাংলাদেশের টাকা পাঠান। এ ছাড়া দূতাবাসের কর্মকর্তারা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা রেমিট্যান্স পাঠানোয় অংশ নেন।