NYC Sightseeing Pass
Logo
logo

অরণ্যে স্বামীর সঙ্গে অন্তঃসত্ত্বা পরীর সাবলীল প্রকাশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১৯ এএম

অরণ্যে স্বামীর সঙ্গে অন্তঃসত্ত্বা পরীর সাবলীল প্রকাশ

বিনোদন ডেস্ক: আমি এত এত বার লিখতে চেয়েছি কিছু...পারছি কই আর! লিখতে গিয়ে কেবল ছবিটার দিকেই এক মনে চেয়ে থাকি। কী যে মায়া! এমন মায়ার মুহুর্তেরা পৃথিবীর সমস্ত সুখ এক করে দেয়। শুকরিয়া। বুধবার (৮ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী শরিফুল রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশন এভাবেই লেখেন সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।

ছবিতে দেখা যাচ্ছে, সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে রাজের কোলে হেলান দিয়ে শুয়ে আছেন পরী। তার চোখ দুটি বন্ধ। মুখটি মায়াময়। দুহাত দিয়ে আলতো করে ধরে পরশ বুলাচ্ছেন নিজের বেবি বাম্পে। ছবিটি যেন সবুজ প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার।

বর্তমানে অন্তঃসত্ত্বা পরীমণি। ঘনিয়ে আসছে তার মা হওয়ার সময়। মাতৃত্বের স্বাদ নেয়ার জন্য যেন মুখিয়ে আছেন সাহসী এই নায়িকা। আর এই সময়টা যে তিনি বেশ উপভোগ করছেন তা স্পষ্টই বোঝা যায় তার সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলে। এরই মধ্যে একাধিকবার বেবি বাম্পের ছবি প্রকাশ করে ভক্তদের ভালোবাসায় ভেসেছেন পরীমণি।

এর আগে গত ৮ মে (বুধবার) ফেসবুকে বেবি বাম্পের ছবি শেয়ার করেন পরী। যেখানে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন তিনি। অনাবৃত বেবি বাম্পে হাত দিয়ে রেখেছেন। আর পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ।

২০২১ সালের অক্টোবরে একে-অপরকে কবুল বলেন তারা। পরিচয়ের মাত্র সাত দিনের মাথায় তারা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেন। এরপর গত ১০ জানুয়ারি (সোমবার) হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরীমণি। এরপর চলতি বছরের জানুয়ারিতে পারিবারিক আয়োজনে গাঁটছড়া বাঁধেন।