NYC Sightseeing Pass
Logo
logo

ঢাকায় আমিরাতের নতুন রাষ্ট্রদূত আব্দুল্লা আলহামুদি


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ১০:১৬ পিএম

>
ঢাকায় আমিরাতের নতুন রাষ্ট্রদূত আব্দুল্লা আলহামুদি

ঢাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আলহামুদিকে পূর্ণ রাষ্ট্রদূত করেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকাস্থ আমিরাত দূতাবাসের ভেরিফায়েড টুইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

দূতাবাসের টুইটে জানানো হয়, আব্দুল্লা আলি আলহামুদিকে ঢাকায় সংযুক্ত আমিরাতের নতুন রাষ্ট্রদূত করা হয়েছে।

ঢাকাস্থ আমিরাত দূতাবাসের ওয়েবসাইটের তথ্য বলছে, আব্দুল্লা আলি আলহামুদি ঢাকায় আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। তিনি ২০০০ সালের মার্চ থেকে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময়ে আমিরাত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যাপক অগ্রগতির অবদান রয়েছে তার।

এর আগে আব্দুল্লা আলহামুদি আমিরাতের হয়ে ২০১৩-১৪ সাল পর্যন্ত ত্রিপলি, লিবিয়ার দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন ছিলেন। ২০১৫-১৭ সাল পর্যন্ত তিনি আমিরাতের কোপেনহেগেন, ডেনমার্কের দূতাবাস প্রতিষ্ঠার সদস্য ছিলেন।

১৯৮৫ সালে আমিরাতের ফুজাইরাহতে জন্মগ্রহণ করা আলহামুদি এমিরেটসের আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (ব্যবসা ও অ্যাকাউন্টিং) এবং যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন।