NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১১, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

দ্রুত বাড়তে পারে তিস্তার পানি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩১ এএম

>
দ্রুত বাড়তে পারে তিস্তার পানি

আগামী ৪৮ ঘণ্টায় তিস্তার পানি দ্রুত বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি জানান, ব্রহ্মপুত্র-যমুনার পানির সমতল বাড়ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া গঙ্গা নদীর পানির সমতল বাড়ছে। পদ্মার পানির সমতল স্থিতিশীল আছে।

আবহাওয়াবিদ আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ-নদীর পানির সমতল বাড়ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 

অন্যদিকে, আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানির সমতল সময়বিশেষে দ্রুত বাড়তে পারে এবং ডালিয়া পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসলগ্ন ভারতের বিভিন্নস্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে এ সময়ে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ও উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোণা জেলার প্রধান নদ-নদীর পানির সমতল সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।