NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১১, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

দ্বিতীয়বার করোনাকে হারিয়ে সুস্থ অমিতাভ বচ্চন


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ০৭:০৮ এএম

>
দ্বিতীয়বার করোনাকে হারিয়ে সুস্থ অমিতাভ বচ্চন

২৩ আগস্ট রাতে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। অমিতাভের ভক্তদের জন্য সুখবর হলো- দ্বিতীয়বার করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন অমিতাভ বচ্চন।

করোনায় আক্রান্ত হওয়ার পর নিভৃতবাসে ছিলেন বিগ বি। অবশেষে ৯ দিনের নিভৃতবাস কাটিয়ে কাজে ফিরেছেন তিনি। অমিতাভ বচ্চন নিজেই সোশ্যাল মিডিয়াতে নিজের করোনামুক্ত হাওয়ার কথা জানিয়েছেন। 

সুস্থ হয়েই নিজের ব্লগে ৭৯ বছর বয়সী অভিনেতা লেখেন, গতকাল রাতেই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। অবশেষে একা থাকার সমাপ্তি। যদিও আরও সাতদিন বাধ্যতামূলক নিভৃতবাস। আমি এই ৯ দিন পুরোপুরি আলাদা ছিলাম। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছায় আমি ধন্য। সকলকে প্রণাম ও ভালবাসা জানাই।  

এই মুহূর্তে জনপ্রিয় রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতি সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর তা বন্ধ ছিল।  

প্রথমবার করোনায় আক্রান্ত হয়ে ১২ দিন হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ বচ্চন। হাসপাতালে বসেও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ।