NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১৩, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সমন্বিত অর্থনৈতিক কৌশল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইউক্রেন শান্তি আলোচনার আগে অনিশ্চয়তা ও উত্তেজনা তুরস্কে সংঘাত অবসানের সম্ভাবনা, অস্ত্র ত্যাগের ঘোষণা পিকেকের টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন কোহলি যমজ সন্তানের মা হলেন আম্বার হার্ড প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ
Logo
logo

জ্বালানি তেলের দাম ২০ টাকা কমানোর দাবি এনডিবির


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫১ এএম

>
জ্বালানি তেলের দাম ২০ টাকা কমানোর দাবি এনডিবির

জ্বালানি তেলের দাম অস্বাভাকিভাবে বাড়িয়ে মাত্র ৫ টাকা কমানোর প্রতিবাদ ও তেলের দাম ২০ টাকা কমানোর দাবিতে সমাবেশ ও পতাকা মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)।

বুধবার (৩১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ৫৮ টাকা, কার স্বার্থে বাংলাদেশে দ্বিগুণেরও বেশি? জ্বালানির দাম বাড়িয়ে জনগণকে বিপদে ফেলে দেওয়াটা চরম অন্যায়। এই অন্যায় সিদ্ধান্ত থেকে সরে এসে শুধু জ্বালানি তেলের দাম নয়; সব দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন,  মনিটরিং টিমকে প্রতিটি বাজারে অভিযানের জন্য নামাতে হবে। ১ ব্যারেল তেল ৮৯ থেকে ৯২ ডলারে পাওয়া যাচ্ছে বিশ্ব বাজারে । অথচ আমাদের দেশের মন্ত্রী-আমলারা দাম নিয়ে মিথ্যাচারের পাশাপাশি সাধারণ মানুষকে বোকা বানাতে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন, যা সত্যিকারের সমৃদ্ধ দেশ গড়ার অন্তরায়। অবিলম্বে জ্বালানি তেলের দাম দাম ২০ টাকা কমানোর প্রস্তাব মেনে নেওয়ার অনুরোধ করছি।  

সংগঠনটির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, আবুল হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য মামুনুর রশীদ, রুবেল আকন্দসহ আরও অনেকে।