NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১১, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

অভিনেতা সাগর হুদা মারা গেছেন


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪১ এএম

>
অভিনেতা সাগর হুদা মারা গেছেন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাগর হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।

৩০ আগস্ট রাতে তিনি স্ট্রোক করেছিলেন বলে জানা যায়।

অভিনেতা সাগর হুদার মৃত্যুতে শোক জানিয়ে নির্মাতা হাবিব শাকিল লেখেন, “আমার টিভিতে প্রচারিত প্রথম নাটক ‘মাস্টার প্ল্যানার’ দিয়ে সাগর ভাইয়ের সাথে কাজের শুরু। কিছুক্ষণ আগে মেহাজাবীন এর স্ট্যাটাস দেখে কিছুক্ষণের জন্য শরীরটা অচল হয়ে গিয়েছিল। সাগর ভাই আপনাকে তো আমরা সবাই ভালোবাসি, আপনি তো সকলের প্রিয় কথাগুলো তো এখনো বলা হয়নি ভাই। আমাদের সকলের মিলনস্থল এ আপনার আগে পৌঁছানো টা মেনে নিতে পারছি না ভাই।’

এছাড়া আরও অনেকে এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন।

উল্লেখ্য, সাগর হুদা নিয়মিত নাটকে অভিনয় করতেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপার ম্যান’, ‘আক্কেল সেলামি’, ‘শুক্রবার’ ইত্যাদি।