NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

পর্তুগালে ভিন্ন আঙ্গিকে যাত্রা মিনহালস কিচেনের


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:১৫ এএম

>
পর্তুগালে ভিন্ন আঙ্গিকে যাত্রা মিনহালস কিচেনের

পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল ইনতেনদেন্টে মেট্রো স্টেশন সংলগ্ন মিনহালস কিচেনে চালু হয়েছে  বাংলাদেশি খাবারের বুফে সার্ভিস। ৫ জুন থেকে নতুন এ আঙ্গিকে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।  

বর্তমানে পর্তুগালে একমাত্র মিনহালস কিচেনেই এ ধরনের সেবা পাওয়া যাচ্ছে। 

বৈচিত্র্যময় বাংলাদেশি খাবার বিদেশিদের মাঝে তুলে ধরতে এবং একই সাথে এখানে বসবাসরত প্রবাসীদের খাবারের স্বাদে ভিন্নতা দিতে এই ভিন্ন উদ্যোগ।

 

প্রতিষ্ঠানটির পরিচালক জহির আহমেদ এবং মাহমুদা চৌধুরী ঢাকা পোস্টকে জানান, পর্তুগালে বাংলাদেশের রেস্টুরেন্টের বুফে সার্ভিস নেই। আমরা বিভিন্ন চাইনিজ এবং অন্যান্য দেশের বুফে সার্ভিস দেখি... সেখানে ওইসব দেশের খাবারের স্বাদ ইচ্ছে মতো নেওয়া যায় এবং বিদেশিরাও তাদের খাবার সম্পর্কে জানতে পারেন। এই সার্ভিসে ২৬ রকমের খাবার রয়েছে, ফলে বিদেশিরা খুব সহজেই আমাদের বাংলাদেশি খাবারের সাথে পরিচিত হতে পারবে।