খবর প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৫, ০২:১০ এএম
এই সময়ে তরুণ অভিনেত্রী সামিরা খান মাহি এরইমধ্যে দর্শকের কাছে বেশ পরিচিতি পেয়েছেন। অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি। সবশেষ গেল কোরবানির ঈদে ক্যারিয়ারের সর্বাধিক ১০টি নাটকে দেখা যায় তাকে। সেগুলোর জন্যও দারুণ সাড়াও পেয়েছেন।
সম্প্রতি টানা ৪টি নাটকের শুটিং করেছেন সামিরা খান মাহি। এরমধ্যে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, মাহমুদ মাহিনসহ একাধিক নির্মাতার নাটকে অভিনয় করেছেন তিনি।
শনিবার থেকে শুটিং করেন মাইদুল রাকিব পরিচালিত ‘কাল থেকে শুরু’ নাটকের। এ নাটকে প্রথমবারের মতো জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করছেন মাহি। আজ সোমবার থেকে আরও একটি নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। ওসমান মিরাজ পরিচালিত এ নাটকে মাহির বিপরীতে অভিনয় করছেন নিলয় আলমগীর।
এদিকে, সম্প্রতি সময়ে গুঞ্জন উঠেছে শাকিব খানের নায়িকা হয়ে আসছেন সামিরা খান মাহি। আসলে বিষয়টি কতটুক্যু সত্য?
এ প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি নিজেও শুনেছি বিষয়টি। আমেরিকার কয়েকজন পরিচিত বন্ধুও জানিয়েছেন, আমাকে নিয়ে নাকি আলোচনা হয়েছে শাকিব খানের নায়িকা হিসেবে কাজ করার জন্য। গল্প, পরিচালনাসহ সব কিছু আমার মন মতো হলে তবেই সিনেমায় কাজ করব। পরিকল্পনা ছাড়া কাজ করলে সেটা আমার জন্য ভালো হবে না।’